অন্য চিত্র ধরা পরল মালদা জেলায়


মালদা: রাজ্যে ক্রমশ বাড়ছে করোনা এবং ওমিক্রেন আক্রান্তের সংখ্যা। এমন পরিস্থিতিতে রাজ্যে আংশিক লকডাউনের কথা ভাবছে রাজ্য সরকার। এমন সময় অন্য চিত্র ধরা পরল মালদা জেলায়। মালদা জেলার ইংলিশ বাজারের ঐতিহাসিক গৌড়ে পিকনিক করতে রবিবার উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল। যেখানে মানা হচ্ছে না কোনো রকমের দূরত্ব মুখে নেই মাক্স। এমন পরিস্থিতিতে করোনা এবং ওমিক্রেন আক্রান্তের সংক্রমনের সংখ্যা আরো বাড়তে পারে আশঙ্কা এলাকাবাসীদের। রবিবার সকাল থেকে মালদা সহ পার্শ্ববর্তী মুর্শিদাবাদ থেকেও সাধারণ মানুষ গাড়ি নিয়ে পিয়াসবাড়ি এলাকায় অবস্থিত শশাঙ্কের রাজধানী বলে পরিচিত ঐতিহাসিক গৌড়ে পিকনিকের জন্য। বেলা যত বাড়ে মানুষের ভিড় ততোই লক্ষ্য করা যায়।

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights