শুভ ঘোষের রিপোর্টঃ তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা দিবস এর ঠিক পরের দিন ২রা জানুয়ারি 2022 এর খিদিরপুর ডক এরিয়ায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ব্যায়াম কেন্দ্র 24 তম বর্ষ রক্তদান শিবিরের মৃত্য আহমেদ আইয়ুবের স্বরণে তাহার পুত্র গোলাম আশরাফ এর নেতৃত্বে আয়োজন করা হয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ব্যায়াম কেন্দ্র জেনারেল সেক্রেটারি আজগর হোসেন মহাশয় এর নেতৃত্বে পুরো রক্তদান শিবির তত্ত্বাবধান করা হয়। রক্তদান শিবিরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মেয়র ববি হাকিম মহাশয়, এছাড়া খিদিরপুর 79 ওয়ার্ডের কাউন্সিলর রাম পেয়ারে রাম, 76 ওয়ার্ডের কাউন্সিলর ষষ্ঠী দাস, 80ওয়ার্ড কাউন্সিলার আনোয়ার খান, খিদিরপুর ডকের ইয়ার 79 নম্বর ওয়ার্ডের ইয়ুথ প্রেসিডেন্ট আখিলেশ সিং , কাউন্সিলর সোফিয়া খান ও বিশিষ্ট গুণীজন ব্যক্তি উপস্থিত ছিলেন এই রক্তদান শিবিরে।