জলপাইগুড়িঃ জলপাইগুড়ির পুলিশকর্মী কিংশুক বর্মা ছোট্ট বাচ্চাদের আনন্দ ও অসচেতন ব্যক্তিদেরকে সচেতন করতে নিজেই স্যান্টাক্লজ সেজে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি নিয়ে রাস্তায় বের হয়। ছোট্ট বাচ্চাদের হাতে মাক্স স্যানিটাইজার ও চকলেট তুলে দেন। এদিনের এই রেলিতে উপস্থিত ছিলেন ট্রাফিক ওসি বাপ্পা সাহা অন্যান্য পুলিশকর্মীরা। পুলিশকর্মী কিংশুক বর্মা জানান, এই দিনটির জন্য অপেক্ষা করে থাকি কবে ২২শে ডিসেম্বর আসবে আর কবে এই ছোট্ট শিশুদের একটু আনন্দ দিতে পারবো। তা নিয়ে উদ্বিগ্ন থাকেন। এর পাশাপাশি মাস্ক ও হেলমেট বিহীন বাইক চালকদের সচেতন করেন।