বিশ্বজিৎ রায়,করিমপুরঃ গতকাল নদিয়ার করিমপুর থানার অন্তর্গত কলাবেরিয়া গ্রাম থেকে করিমপুর থানার পুলিশ একটি মহিলার মৃতদেহ উদ্ধার করেন। মহিলার নাম শ্যামলী বিবি, বয়স 21 বছর। মেয়ের বাবার অভিযোগ তার মেয়েকে খুন করে বিষ খাইয়ে দেওয়া হয়েছে। শ্যামলী বিবির স্বামীর নাম ফারুক বিশ্বাস, বয়স 25 বছর। অধিক পণের দাবিতে এই হত্যা বলে মেয়ের বাবার অভিযোগ। বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করে পরে মুখে বিষ ঢেলে দেওয়া হয় এমনই অভিযোগ মেয়ের বাবার। মেয়ের শ্বশুর সাবদার বিশ্বাস, শাশুড়ি লুৎফা দিবি, তারক বিশ্বাস ও স্বামী ফারুক বিশ্বাসের নামে করিমপুর থানায় একটি এফআইআর দায়ের করে মেয়ের বাবার বাড়ির লোকজন। করিমপুর হাসপাতালে শ্যামলী বিবিকে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। মৃতদেহটি বর্তমানে করিমপুর থানার অধীনে রয়েছে আজ ময়নাতদন্তের জন্য শক্তিনগর পাঠানো হবে।