বিশ্বজিৎ নাথঃ বোমাবাজির জেরে আতঙ্ক ছড়ালো টিটাগড় থানার পলতার শান্তিনগর কলেজ পাড়ায়। অভিযোগ, রবিবার মধ্য রাতে প্রদীপ কুমার বিশ্বাসের বাড়ির দেওয়ালে বোমা মারে দুষ্কৃতীরা। বোমাবাজির জেরে শান্তপ্রিয় কলেজ পাড়ার বাসিন্দারা চরম আতঙ্কে। আতঙ্কিত প্রদীপ বাবু জানান, রাত ২-৩৫ নাগাদ বোমা ফাটার আওয়াজ পেয়ে বাইরে বেরিয়ে আসি। পড়শিরা বাইরে বেরোয়। কিন্তু কাউকে দেখা যায়নি। চারিদিকে কালো ধোঁয়া ও বারুদের গন্ধ ছিল। সকালে পুলিশ এসে টিনের টুকরো ও জলের কাঠি খুঁজে নিয়ে যায়। তবে কি কারনে এই বোমাবাজি, তা নিয়ে ধোঁয়াশায় কলেজ পাড়ার বাসিন্দারা।