ডাক্তার পাগোবি:- সম্প্রতি হালিশহর সরকার বাজারে “স্বপ্ন” স্বেচ্ছাসেবী সংস্থার পরিচালনায় চিকিৎসক সম্বর্ধনা, স্বাস্থ্য পরীক্ষা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।ডা: দীপক কুমার সরকার- মেডিসিন, ডা: প্রসেনজিৎ সেনগুপ্ত- মেডিসিন নিউরো , ডা:- মিতা মুখার্জী- গাইনো, ডা- সোমনাথ পাল- গাইনো, ডা:- রিতম রায়- চেস্ট, ডা:- অঞ্জন বারিক- জেনারেল, ডা:- অনির্বান পাঠক- কার্ডিও, ডা:- অভ্রদীপ রায়- কার্ডিও, ডা:- তপোব্রত ভট্টাচার্য- চাইল্ড, ডা:- দেবাশীষ সরকার- দাঁত, ডা:- গৌতম ব্যানার্জী- অর্থ, ডা:- অর্ণব কুমার সামন্ত- অর্থ, ডা:- রাজীব বিশ্বাস:- জেনারেল, ডা:- প্রদীপ্ত ঘোষ:- জেনারেল, ডা:- সাগর কুমার দাস- চোখ। বিভিন্ন বিভাগের চিকিৎসকগন ৫০০ জনের স্বাস্থ্য পরীক্ষা করেন। ফর ইউ এর পক্ষ থেকে সকলকে বিনামূল্যে ঔষধ দেওয়া হয়। ঔষধ সংগ্রহে ফর ইউ কে সাহায্য করে হালিশহর পৌরসভা এবং কলকাতা নাকতলার দ্বীতি দেবী।
“স্বপ্ন” র পক্ষ থেকে সকল চিকিৎসক ও ফর ইউ কে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:- বিজপুরের বিধায়ক সুবোধ অধিকারী, পৌরসভার চেয়ারপারসন রাজু সাহানী, সহ চেয়ারপারসন মৃত্যুঞ্জয় দাস, ডা:- বাবুল চৌধুরী, কার্নিভালের ডা:- এস কে রায়, এপোলোর ডা:- সুরিজিৎ সরকার, জয়মালার ডা:- সুধাংশু কুমার রায়, এম এস, এম সি এইচ সার্জেন ডা:- উত্তম মুখার্জী, কমল অধিকারী, শুভঙ্কর ঘোষ। ফর ইউ র পক্ষ থেকে রথীন্দ্র চন্দ্র , বাপা সাহা, প্রদীপ মুস্তাফি, অর্নব দে, রঞ্জিত দে, পিনাকী ঘোষাল, ডা: পাঁচু গোপাল বিশ্বাস সহ বিশিষ্ট ব্যাক্তি। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সমাজসেবী ঝন্টু চক্রবর্তী।