Karimpur: আজ সন্ধ্যায় নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার অন্তর্গত কাছারিপাড়া গ্রাম থেকে একজন ব্যক্তিকে গ্রেফতার করে হুগোলবেড়িয়া থানার পুলিশ। ব্যক্তির নাম তপন মন্ডল বয়স আনুমানিক ৫০। ১০০ বোতল ফেনসিডিল সহ ঐ ব্যক্তিকে আটক করা হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনার তদন্ত নেমেছে পুলিশ আধিকারিকগণ। তপন মন্ডল এর বাবার নাম ঋষি পদ মন্ডল। কাছারিপাড়ায় তার ঘরের পেছন থেকে এই বোতলগুলো উদ্ধার করা হয়। এই উদ্ধারকার্যে হোগলবাড়িয়া থানার সাথে ছিলেন এস ডি পিও তেহট্ট এবং সিআই করিমপুর অভিযুক্ত তপন মন্ডলকে আজ তেহট্ট কোর্টে প্রডিউস করে হোগোলবেড়িয়া থানার পুলিশ।