সুমিত ঘোষ মালদা: বিশাল মন্ডল, স্থান দশম, ৯৭ শতাংশ নম্বর পেয়েছেন। কালিয়াচক মজমপুর হাই স্কুল থেকে মাধ্যমিক দিয়েছিলো। বাবা সন্তোষ কুমার মন্ডল বিএসএফে কর্মরত। মা অষ্টমী মন্ডল গৃহবধূ। ভবিষ্যতে ডাক্তারি পড়ার ইচ্ছে রয়েছে। বাড়ি মালদার ভারত বাংলা সীমান্তবর্তী কালিয়াচকের গোলাপগঞ্জে এলাকায়।দিদি স্নেহা মন্ডল মেডিকেলের ছাত্রী।
Byte বিশাল মন্ডল।
Byte মা অষ্টমী মন্ডল।