[vc_row][vc_column][vc_video link=”https://youtu.be/b417aCiduLE” align=”center”][vc_column_text]মালদা: আজ কালীপুজো। শক্তির আরাধনায় ব্রত হবেন আপামর বাঙালি। মন্ডপে মন্ডপে শুরু হয়েছে কালীপুজোর প্রস্তুতি চলছে উদ্বোধনের পালা। ঠিক সেই রকমই বৃহস্পতিবার দুপুরে কৃষ্ণপল্লী বাপুজি কলোনি ব্লু স্টার ক্লাবের কালীপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হল। ফিতে কেটে উদ্বোধন করলেন ইংলিশবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনীষা সাহা মন্ডল, প্রাক্তন কাউন্সিলর প্রসেনজিৎ দাস ক্লাব সম্পাদক শ্যামল ঘোষ সহ অন্যান্যরা। জানা যায় এই বছর এই ক্লাবের পুজো ৪৯ তম বর্ষে পড়ল। বট গাছের নিচে তৈরি হয়েছে মায়ের মন্দির সেখানেই বছর বছর ধরে জাগ্রত এই কালী পূজিত হয়ে আসছেন। কালীপূজো উপলক্ষে ভোগ বিতরণ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জানালেন ক্লাব সম্পাদক।[/vc_column_text][/vc_column][/vc_row]
