করিমপুরঃ নদীয়া জেলার করিমপুরে ১২ ই জুলাইয়ের প্রস্তুতিপর্ব চলছে। শ্রমিক কর্মচারী প্রশিক্ষক মিলিয়ে একটি যুক্ত কমিটি গঠন করা হয়েছে ১২ই জুলাই প্রস্তুতি পর্বে করিমপুর ব্লকের পক্ষ থেকে। এ বিষয়ে নিখিল বঙ্গ শিক্ষক সমিতি এবিটির পক্ষ থেকে আজ শিক্ষক ও অশিক্ষক কর্মচারীরা আন্দোলনের পথে নেমেছে। করিমপুর জোনাল কমিটির পক্ষ থেকে করিমপুর নতুন বাসস্ট্যান্ডে উক্ত বিষয়ে একটি কর্মী সভা হয়। ডি এ সহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনা হয়। সরকারের বিভিন্ন দুর্নীতি এবং শিক্ষা বিষয়ক দুর্নীতি নিয়ে আলোচনা করা হয়। ভুয়া শিক্ষক নিয়োগের কথা বিশেষভাবে উল্লেখিত হয় এই আলোচনা সভায়।
Karimpur: Preparations for July 12 are underway at Karimpur in Nadia district. On July 12, karimpur block has formed an attached committee comprising workers and employees. In this regard, teachers and non-teaching employees have taken to the path of agitation on behalf of the All Bengal Teachers Association ABT. On behalf of the Karimpur Zonal Committee, a workers’ meeting was held at karimpur new bus stand in this regard. Various demands, including DA, were discussed. Various corruptions in the government and corruption in education were discussed. The appointment of fake teachers was specifically mentioned in this discussion meeting.