দ্য ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ফাউন্ড্রিমেন (আইআইএফ) সফলভাবে ৭৩ তম বার্ষিক সাধারণ সভা পরিচালনা করলো এবং উদযাপিত হল ৭৫ বছরের শ্রেষ্ঠত্ব! / The Institute of Indian Foundrymen (IIF) Concludes Successful 73rd Annual General Meeting, Celebrates 75 Years of Excellence!


কলকাতা, ৫ই সেপ্টেম্বর ২০২৪ – দ্য ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ফাউন্ড্রিমেন (আইআইএফ) ৫ই সেপ্টেম্বর ২০২৪ কলকাতায় তাদের ৭৩তম বার্ষিক সাধারণ সভা (AGM) সফলভাবে পরিচালনা করল। এই গুরুত্বপূর্ণ ইভেন্টটি আইআইফ-এর ৭৫তম বার্ষিকী উদযাপনের সূচনা চিহ্নিত করে, যেখানে শিল্পনেতারা, সদস্যরা এবং অংশীদাররা একত্রিত হন ইনস্টিটিউটের গৌরবময় ইতিহাস নিয়ে আলোচনা করতে এবং ভারতের ফাউন্ড্রি শিল্পের ভবিষ্যৎ পরিকল্পনা স্থির করতে।

AGM-এ শ্রী নবনীত আগরওয়াল, ম্যানেজিং পার্টনার, আর.বি. আগরওয়াল এন্ড কোম্পানি, ২০২৪-২৫ মেয়াদের জন্য IIF-এর নতুন সভাপতি হিসেবে নিযুক্ত হন, যিনি শ্রী ডি.এস. চন্দ্রশেখরের স্থলাভিষিক্ত হন। নতুনভাবে নিযুক্ত জাতীয় অফিস বেয়ারারদের (NOB) দলটি হলো: শ্রী নবনীত আগরওয়াল – সভাপতি, শ্রী সুশীল শর্মা – সহ-সভাপতি (ব্যবস্থাপনা পরিচালক, শামল্যাক্স মেটা-কেম প্রাইভেট লিমিটেড, নাগপুর), শ্রী প্রদীপ কুমার মধোগরিয়া – মাননীয় সম্পাদক (পার্টনার, ইয়াশি কাস্টিংস, হাওড়া), শ্রী দীনেশ গুপ্তা – মাননীয় কোষাধ্যক্ষ (পরিচালক, সত্যকিরণ ইঞ্জিনিয়ার্স প্রাইভেট লিমিটেড, নিউ দিল্লি)। তাঁর উদ্বোধনী ভাষণে, সভাপতি শ্রী নবনীত আগরওয়াল তাঁর মেয়াদের থিম “একটি উন্নত আগামীর জন্য প্রকৌশল” প্রবর্তন করেন, যেখানে উদ্ভাবন, টেকসইতা এবং সহযোগিতার গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করেন, যা ফাউন্ড্রি শিল্পের ভবিষ্যতকে গঠন করবে। তিনি বলেন, “আইআইফ-এর ৭৫ বছর উদযাপনের এই মুহূর্তে আমাদের লক্ষ্য এমন একটি ভবিষ্যৎ গড়া যেখানে প্রকৌশল শ্রেষ্ঠত্ব আমাদের শিল্প, সমাজ এবং পরিবেশের জন্য আরও ভাল ফলাফল নিয়ে আসে।”

AGM-এ ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন এবং আর্থিক বিবৃতি উপস্থাপন করেন প্রাক্তন মাননীয় সম্পাদক শ্রী এস মুথুকুমার এবং মাননীয় কোষাধ্যক্ষ শ্রী সুশীল শর্মা। নবনির্বাচিত এবং প্রাক্তন NOB দল দুটিকেই সংবর্ধনা জানানো হয়, যেখানে প্রাক্তন দলটিকে একটি চ্যালেঞ্জিং বছরে নেতৃত্বের জন্য সম্মানিত করা হয়। ৭৫তম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে আইআইএফ ১৭ই আগস্ট ২০২৪ তারিখে জাতীয় ফাউন্ড্রি দিবসের মাধ্যমে একটি বছরব্যাপী অনুষ্ঠানের সূচনা করে। এই উপলক্ষে, ভারতীয় ডাক বিভাগ IIF-এর এই গুরুত্বপূর্ণ মাইলস্টোন উদযাপনের জন্য একটি বিশেষ কভার এবং মাই স্ট্যাম্প প্রকাশ করে। ভবিষ্যতের দিকে তাকিয়ে, আইআইফ তাদের বার্ষিক প্রধান অনুষ্ঠান, ৭৩তম ইন্ডিয়ান ফাউন্ড্রি কংগ্রেস (IFC) এর আয়োজন করবে, যা IFEX ২০২৫ এবং কাস্ট ইন্ডিয়া এক্সপোর সাথে একযোগে ৭-৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে কলকাতায় অনুষ্ঠিত হবে। “কাস্টিং দ্য ফিউচার – ইনোভেট, কলাবোরেট, পারপেচুয়েট” থিমের এই ইভেন্টের নেতৃত্ব দেবেন শ্রী বিজয় বেরিওয়াল (IFC) এবং শ্রী রবি সেহগাল (IFEX)। এই বৈশ্বিক নেটওয়ার্কিং প্ল্যাটফর্মটি ফাউন্ড্রি পেশাজীবী, সরঞ্জাম প্রস্তুতকারক এবং উপাদান সরবরাহকারীদের জন্য একটি সুযোগ এনে দেবে, যেখানে তারা তাদের আন্তর্জাতিক অংশীদারদের সাথে যুক্ত হতে পারবে এবং নতুন ব্যবসার সম্ভাবনা অন্বেষণ করতে পারবে।

অনুষ্ঠানের সমাপ্তি হয় নবনিযুক্ত মাননীয় সম্পাদক শ্রী প্রদীপ কুমার মধোগরিয়ার ধন্যবাদজ্ঞাপন বক্তব্যের মাধ্যমে, যেখানে তিনি সকল উপস্থিতি, প্রাক্তন নেতৃত্ব এবং আইআইএফ-কর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। দ্য ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ফাউন্ড্রিমেন (আইআইএফ) সম্পর্কে: ১৯৫০ সালে প্রতিষ্ঠিত দ্য ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ফাউন্ড্রিমেন (আইআইএফ) হল ভারতের প্রধান সংগঠন যা ফাউন্ড্রি শিল্পকে প্রতিনিধিত্ব করে। ফাউন্ড্রি প্রযুক্তি উন্নয়নের প্রতি নিবেদিত, আইআইএফ তার সদস্যদের জ্ঞান বিনিময়, প্রশিক্ষণ এবং এডভোকেসির মাধ্যমে সহায়তা প্রদান করে, যা ভারতের উৎপাদন খাতে উদ্ভাবন এবং টেকসইতাকে সমর্থন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Kolkata, 5th Sept 2024 – The Institute of Indian Foundrymen (IIF) successfully conducted its 73rd Annual General Meeting (AGM) on 5th September 2024 at Taj Vivanta, Kolkata. This pivotal event marked the commencement of IIF’s 75th-anniversary celebrations, uniting industry leaders, members, and stakeholders to reflect on the Institute’s illustrious history and set the future course for India’s foundry industry. At the AGM, Shri Navneet Agarwal, Managing Partner of R.B. Agarwalla& Company, was appointed as the new President of IIF for the 2024-25 term, succeeding Shri D.S. Chandrashekar. The newly appointed National Office Bearers (NOB) team includes Navneet Agarwal – President, Shri Sushil Sharma – Vice-President (Managing Director, Shamlax Meta-Chem Pvt Ltd, Nagpur), Shri Pradeep Kumar Madhogaria – Honorary Secretary (Partner, Yashi Castings, Howrah), Shri Dinesh Gupta – Honorary Treasurer (Director, Satyakiran Engineers Pvt. Ltd., New Delhi).

In his inaugural address, President Shri Navneet Agarwal introduced the theme for his term, “Engineering for a Better Tomorrow,” emphasizing the crucial role of innovation, sustainability, and collaboration in shaping the future of the foundry industry. He stated, “As we celebrate 75 years of IIF, our focus is on building a future where engineering excellence leads to better outcomes for our industry, society, and the environment.” The AGM also featured the presentation of the 2023-24 Annual Report and Financial Statements by outgoing Hon. Secretary Shri S Muthukumar and Hon. Treasurer Shri Sushil Sharma. The newly elected and outgoing NOB teams were felicitated, and the outgoing team was recognised for their leadership during a challenging year. As part of the 75th-anniversary celebrations, IIF launched a yearlong series of programs beginning with National Foundry Day on 17th August 2024. On this occasion, India Post released a Special Cover and My Stamp to commemorate IIF’s milestone.

Looking ahead, the IIF will host its annual flagship event, the 73rd Indian Foundry Congress (IFC) alongside IFEX 2025 and Cast India Expo from February 7-9, 2025, in Kolkata. The event, themed “Casting the Future – Innovate Collaborate Perpetuate,” will be chaired by Shri Vijay Beriwal (IFC) and Shri Ravi Sehgal (IFEX). This global networking platform will offer foundry professionals, equipment manufacturers, and material suppliers an opportunity to engage with their international counterparts and explore new business prospects. The event concluded with a vote of thanks from the newly appointed Honorary Secretary, Shri Pradeep Kr Madhogaria, who expressed deep gratitude to all attendees, the outgoing leadership, and the IIF staff. About The Institute of Indian Foundrymen (IIF): Founded in 1950, the Institute of Indian Foundrymen (IIF) is India’s premier organization representing the foundry industry. Dedicated to advancing foundry technology, IIF supports its members through knowledge sharing, training, and advocacy, playing a vital role in fostering innovation and sustainability within India’s manufacturing sector.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights