মালদা: বাঙালীর বারো মাসের তেরো পার্বণ। দূর্গা পূজার রেশ কাটতে না কাটতেই বাঙালীর মেতেছেন লক্ষ্মী পূজায়। আজ কোজাগরী মহা লক্ষ্মী পূজা। ১৮ ভূজা বিশিষ্ট দেবী মহা লক্ষ্মী।কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা তিথিতে পুজিত হন দেবী। কিন্তু এই দেবী একই দিনে দুই রূপে পুজিত হয়ে আসছেন ২০ বছর ধরে। সকালে মহা লক্ষ্মী রূপে এবং রাতে কোজাগরী লক্ষ্মী রূপে।মালদহের বামনগোলা ব্লকের গাংগুরিয়া সারদা তীর্থ আশ্রমে পুজিত হয়ে আসছেন এই মহা লক্ষ্মী। স্বামী গ্রীজাআত্মানন্দ মহারাজ ১৯৯৮ সালে এই আশ্রমটির প্রতিষ্ঠা করেন। ২০০২ সাল থেকে তিনি ১৮ টি হাত বিশিষ্ট মহালক্ষ্মী পুজোর সূচনা করেন। তবে দেবী এখানে, সকালে এক রূপে, ও রাতে একরূপে পুজিত হয়ে আসছে সেই থেকেই। এই পুজো দেখার জন্য বিভিন্ন দূর-দূরান্ত থেকে ভক্তদের ঢল নামে এই আশ্রম। আজ রাতে কোজাগরী লক্ষ্মী পুজো হবে পূর্ণিমার তিথিতে দেবীর সকালে মহালক্ষী রূপে পূজিত হয়েছে এবং রাতে কোজাগরী রূপে তিনি পূজিত হবেন। এই পুজো গোটা পশ্চিমবাংলার মধ্যে একমাত্র মালদহের বামনগোলা ব্লকের গাংগুরিয়া আশ্রমী এই আঠারোটি হাতের মহা লক্ষ্মী পুজো হয়ে আসছে।মহা লক্ষ্মীর পূজার সময় চণ্ডীপাঠ করা হয় এই পুজোর ঘট স্থাপনের জন্য পাকুর, অশ্বত্থ, আম, বট ও অশোক গাছের পল্লব দেওয়া হয়। এই পুজোয় নৈবেদ্য ছাড়াও দেওয়া হয় অন্নভোগ যজ্ঞে জন্য দেওয়া হয় ১০৮ টি বেলপাতা এই পুজো শুরু করার উদ্দেশ্য অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভশক্তির প্রতিষ্ঠাতা। এই আশ্রমটি রয়েছে মালদা শরহ থেকে প্রায় ৫০কিমি দূরে রয়েছে।
বাইটঃ-ত্যজ্জ্যৌপানন্দ অমরেন্দ্র মহারাজ
Malda: Thirteen festivals of twelve months of Bengali. Bengalis are celebrating Lakshmi Puja without cutting the race of Durga Puja. Today is Kojagri Maha Lakshmi Puja. Maha Lakshmi, the goddess of 18 bhuja. The goddess is worshipped on the full moon day of Kojagri Lakshmi. But this goddess has been worshiped in two forms on the same day for 20 years. In the form of Maha Lakshmi in the morning and in the form of Kojgari Lakshmi at night. Maha Lakshmi is being worshipped at the Ganguria Sarada Teerth Ashram in Bamangola block of Malda. The ashram was founded in 1998 by Swami GrijaAtmananda Maharaj. Since 2002, he has started the 18-handed Mahalakshmi Puja. But the Goddess has been worshiped here, in one form in the morning, and in one form at night. This ashram is called a flood of devotees from different places to see this puja. Kojagri Lakshmi Puja will be performed tonight on the full moon tithi of the goddess in the morning as Mahalakshmi and at night she will be worshiped as Kojagri. This puja is the only one in West Bengal to be performed by The Ganguria Ashrami in Bamangola block of Malda. Chandipath is done during the worship of Maha Lakshmi, for the installation of this puja ghat, the pallavas of Pakur, Ashwattha, Mango, Bot and Ashoka trees are given. In addition to the offerings in this puja, 108 bell leaves are given for the Annabhog yagna. This ashram is located about 50 km away from Maldah.
Byte:- Tyajjaupananda Amarendra Maharaj