অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)


[vc_row][vc_column][vc_video link=”https://youtu.be/xqvM3eRP_2s” align=”center”][vc_column_text]20 ডিসেম্বর 2024, কলকাতা পতাকা উত্তোলনের মাধ্যমে এবিভিপি দক্ষিণবঙ্গের ৪২তম রাজ্য সম্মেলন শুরু হল কলেজ স্ট্রিটে প্রকাশ্য সমাবেশ থেকে আরজি কর ঘটনার দ্রুত বিচার ও অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন তুলল এবিভিপি: ABVP

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP) দক্ষিণবঙ্গের ৪২তম রাজ্য সম্মেলন এবছর কলকাতার বড়বাজারে অনুষ্ঠিত হচ্ছে ১৯-২১শে ডিসেম্বর। আজ পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের শুভ সূচনা হয়। উদ্বোধনী কার্যক্রমে উপস্থিতি ছিলেন মুখ্য অতিথি স্বামী দিব্যানন্দ মহারাজ, ভারত সেবাশ্রম সঙ্ঘ ও এবিভিপির সর্বভারতীয় সভাপতি ডঃ রাজশরন শাহী।

পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি, নারী সুরক্ষা দাবি, থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে মোট ৩টি প্রস্তাব পাশ হয় এবিভিপির রাজ্য সম্মেলনে । বিকেলে বড়বাজার থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত মিছিল‌ করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে প্রকাশ্য সমাবেশ হয়।

এদিন সমাবেশ স্থল থেকে এবিভিপি রাজ্য সম্পাদক অনিরুদ্ধ সরকার বলেন, “গোটা রাজ্যজুড়ে শিক্ষায় দূর্নীতি চলছে। যাদবপুর থেকে আরজি করের মত ঘটনায় বারংবার প্রমাণ হয় রাজ্যে মা-বোনো সুক্ি নেই।‌ ্া্াে ডাো সুস্থ পরিবেশ নেই।‌ তাই আমরা বলছি ক্ষমতা থাকলে তৃনমূল কলেজ বিশ্ববিদ্যালয়ে নির্বাচন করে দেখাক, কাদের পায়ের নীচে মাটি কত শক্ত, যা প্রমাণ হয়ে যাবে।[/vc_column_text][/vc_column][/vc_row]


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights