বছরের প্রথম দিন অখিলভারত হিন্দুমহাসভার আন্দোলনরত টেট চাকরি প্রার্থীদের জন্য কল্পতরুর বিশেষ পূজা ও শুভেচ্ছা বিনিময় কর্মসূচী


আজ 2024 এর 1st January, বছরের প্রথম দিন, কল্পতরু উৎসবের দিন আমরা অখিলভারত হিন্দুমহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে আন্দোলনরত TET পরীক্ষার চাকরি প্রার্থীদের সমস্ত আইনি জটিলতা কেটে গিয়ে যাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় চাকরি পেয়ে যান সেই ব্যাপারে শুভেচ্ছা জানাতে চলেছি। ওনাদের সাথে নিয়ে আমরা রাজ্যের অভিভাবক মুখ্যমন্ত্রীর কাছে সমস্যা সমাধাদের আবেদন করার পাশাপাশি আমাদের স্থির বিশ্বাস আর নতুন করে কোর্ট কেস ইত্যাদি দ্বারা পরিস্থিতি আরও জটিল না করা হলে সরকার এবং বিচার ব্যবস্থা নিশ্চই এমন কোনো উপায় বের করতে পারবে যাতে নিরপরাধ মানুষ গুলো তাদের প্রাপ্য চাকরি পেয়ে যান । আজ শ্রী রামকৃষ্ণের কল্পতরু উৎসবের দিন আমরা চাকরি প্রার্থীদের সহ সারা বিশ্ববাসীর শুভ কামনায় কালীঘাট মন্দিরে পূজা দিতে চলেছি। এরপর ঠিক দুপুর ১ ঘটিকায় (1.00 P.M.) টেট আন্দোলনকারীদের জন্য কালীঘাটের প্রসাদ, পুষ্পস্তবক ও ক্যাডবেরি চকোলেট হাতে নিয়ে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাতে চলেছি । সংবাদ মাধ্যমে আমরা এটা জেনে বিস্মিত যে ওনাদের হয়ে কেস লড়তে গিয়ে বিকাশরঞ্জন ভট্টাচার্য্য এবং তাঁর জুনিয়ররা নাকি ২৭ লক্ষ টাকা নিয়েছেন ! আসলে বিকাশ বাবুদের মানুষ আর বিশ্বাস করেনা কারণ এরা সেই রাজনৈতিক দল করে যারা “দুনিয়ার সর্বহারা এক হও” বলে জনআন্দোলনের ডাক দিলেও মরিচঝাঁপিতে পূর্ব বঙ্গীয় হিন্দুদের নৃশংস ভাবে গণহত্যা করেছিল । বাচ্চা চুরির মিথ্যা অপবাদ দিয়ে আনন্দমার্গীদের বিজন সেতুর উপর জীবন্ত পুড়িয়ে মেরেছিল । এই বছর গণশক্তিতে আমাদের দুর্গা পূজার NRC বিষয়ে নিঃশর্ত নাগরিকত্ব থিমের প্রশংসা করা হলেও আমরা যখন সব রাজনৈতিক দলের মত আলিমুদ্দিন স্ট্রীটে সিপিএম অফিসেও গেলাম বিজয়া দশমীর শুভেচ্ছা জানাতে তখন আমাদের সাম্প্রদায়িক তকমা দিয়ে অপমান করে তাড়িয়ে দেওয়া হলো । অথচ বিকাশবাবুরা নিজেদের অজ্ঞতার কারণে জানেন না যে অখিল ভারত হিন্দু মহাসভা সবসময় “বসুধৈব কুটম্বকমে” বিশ্বাস করে । বিকাশ বাবুদের এটাও জানা উচিৎ যে ওনাদের বড় নেতা সোমনাথ চট্টোপাধ্যায়ের বাবা নির্মলচন্দ্র চট্টোপাধ্যায় এই অখিলভারত হিন্দুমহাসভা রাজনৈতিক দলটিরই রাজ্য সভাপতির দায়িত্ব দীর্ঘদিন সামলেছেন ঠিক যে দায়িত্বে বর্তমানে আমি চন্দ্রচূড় গোস্বামী রয়েছি । লোকেদের দেওয়া তথ্য প্রমাণ বলছে এই নির্মল বাবু এবং সোমনাথ বাবুরাই অনেক কোটি টাকার হিন্দু মহাসভার সম্পত্তি দুর্নীতি করে অন্যায় ভাবে বিক্রি করে দিয়েছেন । হিন্দুদের ভাবাবেগকে আঘাত করার জন্য বিকাশরঞ্জন গরুর মাংস খেয়েছেন কিন্তু তারপর নিজে শুয়োরের মাংস খেয়ে এবং মোহাম্মদ সেলিমকে শুয়োরের মাংস খাইয়ে নিরপেক্ষতার প্রমাণ দিতে পারেননি । কারণ পৃথিবীতে এই কমিউনিষ্টরাই সবচেয়ে বড় দ্বিচারি ও ভন্ড । তাই হতেই পারে চাকরি প্রার্থীদের কাছথেকে বিচারের নামে এরা একদিকে অর্থ বা রক্ত চুষছেন আবার অন্যদিকে কোর্ট কেসের জটিলতা বাড়িয়ে চাকরি প্রার্থীদের চাকরি হওয়ার পথে বাধা দিয়ে ওনাদের যন্ত্রণা বাড়িয়ে নির্বাচনী ফায়দা লুটতে চাইছেন । অখিল ভারত হিন্দু মহাসভা কখনোই চাকরি প্রার্থীদের এইভাবে গিনিপিগের মত করে ব্যবহার করার চক্রান্তকে সমর্থন করেনা । আমরা ভারতের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সমস্ত রাজনৈতিক দলের কাছে বছরের শুরুতে আবেদন করছি আসুন আমরা সবাই একত্রিত হয়ে মানবিক ভাবে চাকরি প্রার্থীদের সমস্যার সমাধান করি ।

Today is the 1st January of 2024, the first day of the year, the day of Kalpataru Utsav, we are going to congratulate the agitating TET exam job aspirants under the leadership of Akhil Bharat Hindu Mahasabha Dr. Chandrachur Goswami so that they get jobs with the help of Chief Minister Mamata Banerjee. Along with them, we are appealing to the guardian Chief Minister of the state to solve the problem, as well as our firm belief that if the situation is not complicated by new court cases etc., then the government and the judicial system will surely find a way so that innocent people get the jobs they deserve. Today, on the day of Sri Ramakrishna’s Kalpataru festival, we are going to worship at the Kalighat Temple for the good wishes of the people of the whole world, including job seekers, and at exactly 1 pm (1.00 P.M.) with Kalighat Prasad, wreaths and Cadbury chocolates in hand for the Tet protesters. We are shocked to learn from the media that Bikash Ranjan Bhattacharya and his juniors took Rs 27 lakh while fighting the case on their behalf. In fact, the people do not trust Bikash Babu anymore because they are the political party that called for a mass movement of “the proletariat of the world unite” but brutally massacred the Hindus of East Bengal in Mirchi Jhapi. Anandamargis were burnt alive on the Bijon bridge with the false accusation of stealing children. This year, Ganashakti praised the unconditional citizenship theme for our Durga Puja NRC, but when we, like all political parties, went to the CPM office on Alimuddin Street to greet Vijaya Dashami, we were insulted and driven out with communal labels. But the Vikasbabus, out of their ignorance, do not know that the Akhil Bharat Hindu Mahasabha has always believed in “Vasudhaiva Kutambakam”. Bikash Babu should also know that their big leader Somnath Chatterjee’s father Nirmal Chandra Chattopadhyay has been the state president of this Akhil Bharat Hindu Mahasabha political party for a long time, just as I am currently in charge of Chandrachur Goswami. According to the evidence provided by the people, Nirmal Babu and Somnath Babu have sold the Hindu Mahasabha property worth crores of rupees through corruption. Bikash Ranjan ate beef to hurt the sentiments of Hindus but could not prove his neutrality by eating pork himself and eating pork to Mohammad Salim. Because these communists are the biggest hypocrites and hypocrites in the world. So it may be that in the name of justice from the job seekers, on the one hand, they are sucking money or blood, on the other hand, they are trying to gain electoral benefits by increasing the complexity of the court case, preventing the job seekers from getting jobs. The Akhil Bharat Hindu Mahasabha never supports the conspiracy to treat job seekers like guinea pigs. As one of the oldest political parties in India, we appeal to Chief Minister Mamata Banerjee and all political parties at the beginning of the year, let’s all come together and solve the problems of job seekers humanely.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights