কলকাতার সাহসী দম্পতিকে নিয়ে লিখলেন হিন্দোল পালিত।


কলকাতার সাহসী দম্পতিকে নিয়ে লিখলেন হিন্দোল পালিত।

হিন্দোল পালিত 
ভদ্রমহিলার নাম নীলাঞ্জনা চ্যাটার্জি । শনিবার রাতে ইষ্টার্ন মেট্রোপলিটন বাইপাস ধরে নিজস্ব গাড়িতে বাড়ি ফিরছিলেন। সাথে ছিলেন ওঁর হাজবেন্ড দীপ বাবু । হঠাত্‍ই পিছনের হোন্ডা সিটিতে এক তরুণীর আর্তনাদ শুনে দম্পতি তৎক্ষণাত গাড়ি থামান। দীপ বাবু চেষ্টা করেন তাঁদের গাড়িটি ঘুরিয়ে হোন্ডা সিটি’টাকে আটকাতে । নীলাঞ্জনা দেবী অবশ্য ততক্ষণে গাড়ি থেকে নেমে পড়ে দৌড়ে গেছেন চলন্ত গাড়িটির দিকে । হোন্ডা সিটির ড্রাইভার আগাম বিপদ বুঝে সামনের সিটে বসা তরুণীকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয় এবং নীলাঞ্জনা দেবীর পায়ের উপর দিয়েই দ্রুত গাড়ি চালিয়ে দেয়|
শেষ খবর পাওয়া পর্যন্ত,তাঁর পায়ের শিন ভেঙে টুকরো হয়ে গিয়েছে । বর্তমানে তিনি চিকিত্সাধীন। পুলিশি তৎপরতায় মলেস্টর অমিতাভ বোস ধরা পড়েছে গত রোববার। সুরক্ষিত আছে তরুণীটি ।
অজস্র অভিবাদন এই অসমসাহসী দম্পতিকে । দীপ বাবু গাড়িটি থামিয়ে হোন্ডা সিটি’কে আটকানোর মরিয়া চেষ্টা করেছিলেন । ফালতু -ঝামেলার -মধ্যে -গিয়ে -কি -হবে সুলভ ভীরু মানসিকতা দেখান নি । নীলাঞ্জনা দেবীর কথা আর কিইবা বলি? ইদানিং  সোশাল মিডিয়াতে বাঙালি মেয়েদের ডাইনি বলার খুউব প্রচলন হয়েছে ; দেখতে পাই । নীলাঞ্জনাও একজন ‘ডাইনি’। ঠিক যেমনটা ছিলেন বেগম রোকেয়া । বীনা দাশ । কল্পনা দত্ত । এবং আরো অনেকে ।প্যাট্রিআরকি’কে চুরমার করার গর্বিত ঐতিহ্য আমাদের ‘ডাইনি’দের ধমনীতে সদা বহমান।
লিখেছেন  Hindol Palit

সৌজন্য Anirban Ani.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights