“দুর্নীতি বিরোধ দিবস ও রক্তদান উৎসব”


পাঁচু গোপাল বিশ্বাস:- দুর্নীতিমুক্ত দেশ গড়ার লক্ষ্যে এন্ট্রি করাপশন ট্রাস্ট অফ ইন্ডিয়া,দুর্নীতির বিরুদ্ধে ন্যায়ের পক্ষে চলমান ভারত ,বলমান ভারত, স্লোগানকে স্মরণ করে, আন্তর্জাতিক দুর্নীতি বিরোধ দিবস উপলক্ষে দুই দিন ধরে মনোজ্ঞ অনুষ্ঠানের সূচনা করে, আটই (০৮/১২/২০২১) ডিসেম্বর কাঁচাপাড়া গান্ধীমোর থেকে কাঁচড়াপাড়া বাগমোর পর্যন্ত দেশের ও দশের জন্য ৮ থেকে ৮০ বছর সকলকে নিয়ে প্রতীকী দৌড়ের মাধ্যমে। প্রায় ২৫০ জন প্রতীকী দৌড়ে অংশগ্রহণ করে। এর মূল আকর্ষণ দীপ্ত দ্বীপ শীলের চোখ বেঁধে বাইক চালানো। এর পর কাজী নজরুল ইসলাম ইনিস্টিটিউট এ রক্তদান উৎসবে এন্ট্রি করাপশন ট্রাস্ট অফ ইন্ডিয়ার সদস্য পার্থ প্রতিম বিশ্বাস সহ ২৭ জন রক্ত দাতা রক্ত দান করে। রক্ত সংগ্রহ করে কল্যাণী যে এন এম হসপিটাল এবং স্টেট ব্লাড ডোনেশন এসোসিয়েসন । পরের দিন নয়ই(০৯/১২/২০২১) ডিসম্বর জাতীয় পতাকা ও এন্ট্রি করাপশন ট্রাস্ট অফ ইন্ডিয়ার পতাকা উত্তলনের মাধ্যমে শুরু হল আন্তৰ্জাতিক দুর্নীতি বিরোধ দিবসের অনুষ্ঠান। শুরুতেই “অন্যায়ের বিরুদ্ধে ন্যয় এর পক্ষে” একটি মনোজ্ঞ আলোচনা হয় উপস্থিত সদস্য এবং অতিথিতি বৃন্দদের মধ্যে। প্রতীকী দৌড়ে অংশগ্রহণকারীদের শংসাপত্র ও নুতুন সদস্যদের আই কার্ড প্রদান করা হয়। ফর ইউ, দশভুজা ওয়েলফেয়ার ট্রাস্ট, সহ ২৪ টি সামাজিক সংগঠনকে সম্মানিত করা হয়। গোষ্ঠীবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সামনে এগিয়ে চলার উদ্দ্যেশে। ডাক্তার রিতম রায়, ডাক্তার অঞ্জন বারিক, এ সি টি আই এর জাতীয় সম্পাদক চন্দ্র ভানু সাউ, জাতীয় সহ সম্পাদক বিশাল জয়সওয়াল, জাতীয় পি আর ও শিলা মিশ্র ,উত্তর ২৪ পরগনার সম্পাদক বাপ্পা সাহা,কৃষ্ণা দে, অবজারভার সমাজসেবী ডাক্তার পাঁচু গোপাল বিশ্বাস, সংগীতশিল্পী রাজেশ্বরী দত্ত সাহা, ওয়েটলিফটার মঞ্জুরি ভাস্বর, রঞ্জিত দে ,রুরাল মেডিক্যাল প্রাক্টিসনারস ওয়েলফেয়ার এসোসিয়েশনের রাজ্য সম্পাদক ডাক্তার অরুন কান্তি ঘোষ সহ বিশিষ্ট ব্যাক্তি। সমগ্র অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন এ সি টি আই এর চিফ এডভাইজার কাজল বিশ্বাস এবং সঞ্চালনা করেন নুপুর প্রামাণিক।

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights