চন্ডীতলা প্রম্পটারের আয়োজনে দশম বর্ষ নাট্য মেলা


ইন্দ্রজিৎ আইচঃ চন্ডিতলা প্রমটারের আয়োজনে মঞ্চস্থ হতে চলেছে দশম বর্ষ নাট্য মেলা (প্রথম পর্ব) বিদ্যাসাগর কমিউনিটি হল। ( চন্ডীতলা ,হুগলী)। এই উৎসব শুরু হবে ২৫ শে ডিসেম্বর শনিবার- চলবে ২৮ এ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে সন্ধে ৫টায় হবে নৃত্যানুষ্ঠান ।পরিচালনায় থাকবেন প্রিয়াংকা ঘোষ। উপস্থিত থাকবেন সঞ্জীব সরকার(নাট্য ব্যক্তিত্ব), স্বাতী খন্দকার (MLA) দিলীপ যাদব (চেয়ারম্যান, উত্তরপাড়া), সুবীর মুখার্জী (পূর্ত, কর্মাধক্ষ্য, পরিবহন, জেলা পরিষদ)। উদ্বোধনের পর সন্ধ্যে ৬টায় মঞ্চস্থ হবে নাটক : নকশী কাঁথার মাঠ -কাব্য- জসীম উদ্দীন, নির্দেশনা:- রাজীব বর্ধন, প্রযোজনা : যাদবপুর মন্থন এরপর পরিবেশিত হবে মানব বোমা-নাটক- জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়, নির্দেশনা:- ভাস্কর দাস; প্রযোজনা :-হরিপাল আশ্রমিক।

২৬ শে ডিসেম্বর রবিবার, সন্ধ্যেয় মঞ্চস্থ হবে নাটক “অর্ধাঙ্গিনী” নাট্যরূপ -উৎপল ঝাঁ, নির্দেশনা:-বিজয় মুখোপাধ্যায় প্রযোজনা – বালিগঞ্জ ব্রাত্যজন। এরপর হবে ” গল্প হলেও সত্যি” ভাবনা -বিমল বন্দ্যোপাধ্যায়, নির্দেশনা-কমলেশ দে ,প্রযোজনা- রামনগর নাট্যসৃজন।

২৭ শে ডিসেম্বর সোমবার সন্ধ্যায় মঞ্চস্থ হবে
স্যাফো চিত্রাঙ্গদা র নাটক ও নির্দেশনা:- রাকেশ ঘোষ প্রযোজনা :-দমদম শব্দ মুগ্ধ, তোতা কাহিনী:- কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর, নাট্যরূপ ও নির্দেশনা:- প্রদীপ রায়, প্রযোজনা;- চন্ডীতলা প্রম্পটার। এরপর হবে বিষয়ের বিষ :- নাটক:- শ্যামসুন্দর বসু,নির্দেশনা-অসীম কর্মকার, প্রযোজনা- ব্যারাকপুর নীহারিকা।

২৮ এ ডিসেম্বর মঙ্গলবার মঞ্চস্থ হবে
আনন্দ নিকেতন :-নাটক – বেবী সেনগুপ্ত, নির্দেশনা-অভি সেনগুপ্ত,প্রযোজনা- অঙ্গন বেলঘরিয়া, এরপর হবে
অমৃতার সন্ধানে :- নাট্যরূপ- স্যামসন মাথুর চক্রবর্তী, নির্দেশনা- অতনু সরকার, প্রযোজনা -থিয়েলাইট
“দহন কাল” নাটক -অরিন্দম সেনগুপ্ত, নির্দেশনা -জয়ন্ত দাশগুপ্ত, প্রযোজনা – উত্তরপাড়া উত্তরায়ন ও উৎসবের শেষ নাটকটি হবে খোলা জানলা :-নাটক – কৃষ্ণেন্দু ভট্টাচার্য্য, নির্দেশনা- স্বজন সৃজন মুখোপাধ্যায়, প্রযোজনা-বালি উড়ান।

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights