আগামী ২৫ শে ডিসেম্বর থেকে ১ লা জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে বাংলা সংগীত মেলা ও বিশ্ববাংলা লোক সংস্কৃতি উৎসব


ইন্দ্রজিৎ আইচঃ প্রতিবছরের মতন মাননীয়া মুখ্যমন্ত্রীর উদ্যোগে ও রাজ্য তথ‍্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে আগামী ২৫ শে ডিসেম্বর ২০২১ থেকে ১ লা জানুয়ারি ২০২২ অনুষ্ঠিত হতে চলেছে বাংলা সংগীত মেলা ২০২১ ও বিশ্ববাংলা লোকসংস্কৃতি উৎসব ২০২১। গতকাল শিশির মঞ্চে এক সাংবাদিক সম্মেলনে মাননীয় তথ‍্য ও সংস্কৃতি এবং পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন জানালেন কলকাতার ১১টি মঞ্চে এই উৎসব হবে। অংশ নেবেন ৫ হাজার শিল্পী। রবীন্দ্রসদন, শিশির মঞ্চ, রবীন্দ্র- ওকাকুরা ভবন, ফনিভূষণ বিদ্যাবিনোদ যাত্রা মঞ্চ, হেদুয়া পার্ক, মধুসূদন মুক্ত মঞ্চ, একতার মুক্ত মঞ্চ, দেশপ্রিয় পার্ক, রাজ্য সংগীত একাডেমি মুক্ত মঞ্চ, বরিশা ক্লাব ময়দান চারুকলা পর্ষদ মুক্ত মঞ্চ।থাকছে দুই শিল্পী সুবিনয় রায় ও ধনঞ্জয় ভট্টাচার্যর শতবর্ষ উপলক্ষে গগণেন্দ্র প্রদর্শনী শালায় একটি বিশেষ চিত্র প্রদর্শনী। যা খোলা থাকবে দুপুর ২ টো থেকে রাত্রি ৮ টা পযর্ন্ত। পাশাপাশি থাকবে বরিশা ক্লাব ময়দানে সংগীত বিষয়ক পুস্তক, সিডি, রকমারি হস্ত শিল্পের প্রদর্শনী ও বিক্রির ব্যাবস্থা। থাকবে রকমারি নানা খাবারের স্টল।
গতকাল কাটেন রেজার ও বিভিন্ন লোক নৃত্য র মাধ্যমে এই উৎসব সূচনা করলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন। উপস্থিত ছিলেন বিশেষ তথ‍্য ও সংস্কৃতি সচিব কৌশিক বসাক
সংগীত শিল্পী শিবাজী চট্টোপাধ্যায়, সৈকত মিত্র, সৌমিত্র রায়, সুরজিৎ চট্টোপাধ্যায়, পুণ্যদাস বাউল সহ বহু শিল্পীরা।

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights