ধূলাগড়ের প্রবাহ নামক এক স্বেচ্ছাসেবী সংস্থা রবিবার বান্দোয়ান থানার অন্তর্গত গ্রামের শবর পরিবারের ছেলেমেয়েদের হাতে শীতবস্ত্র ও পরিবারের মহিলাদের শাড়ি বিতরণ করেন


সহদেব পরামানিক :: হাওড়ার ধূলাগড়ের প্রবাহ নামক এক স্বেচ্ছাসেবী সংস্থা রবিবার বান্দোয়ান থানার অন্তর্গত পোপো, ঘোলহুড়া, মিরগীচামী গ্রামের শবর পরিবারের ছেলেমেয়েদের হাতে শীতবস্ত্র ও পরিবারের মহিলাদের শাড়ি বিতরণ করেন । জানা যায় পশ্চিমবঙ্গ খাড়িয়া শবর কল্যাণ সমিতির ডিরেক্টর প্রশান্ত রক্ষিতের ঐকান্তিক প্রচেষ্টায় পুরুলিয়া জেলার বান্দোয়ান থানার একেবারে প্রত্যন্ত গ্রাম গুলিতে উপস্থিত হয়ে বিতরণ করেন সংস্থার সদস্য গণ । সংস্থার সদস্যদের এই বিতরণে প্রত্যক্ষভাবে সাহায্য করে খাড়িয়া শবর কল্যাণ সমিতির অন্যতম সদস্য ফটিক হেমব্রম ও চিত্তরঞ্জন মাহাতো । “মানব সেবাই পরম ধর্ম এই আদর্শকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি , মানুষের সাথে মানুষের পাশে থাকার চেষ্টা করি , এইভাবেই বছরের বিভিন্ন সময়ে সেবামূলক কাজ করার চেষ্টা করি ” বলে জানান সংস্থার সদস্য গণ । কনকনে শীতের হাত থেকে কিছুটা হলেও রক্ষা পাবে পরিবারগুলির ছেলেমেয়েরা বলে মনে করছেন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যগণ । প্রবাহ নামক স্বেচ্ছাসেবী সংস্থা এভাবে পাশে দাঁড়ানোয় আনন্দিত শবর পরিবারগুলি ।

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights