ডাক্তার পাগোবি:-সম্প্রতি হাবড়া রেলওয়ে স্টেশনের পাশে যুব মিলন সঙ্ঘের ময়দানে চিলড্রেন ইন্ডিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ,শিশুদের প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে “শিশু কিশোর উৎসব-2022” অনুষ্ঠিত হল। শুরুতেই সংগঠনের চেয়ারম্যান মানিক দাস বলেন অনুষ্ঠানটি আমরা কোভিড বিধি মেনে পালন করব। চারটি পর্বের প্রথমেই অঙ্কন প্রতিযোগিতায় – মোট ৪১ জন অংশগ্রহণ করে। শিল্পী জয়দেব বালা জানালেন শিশুদের পুরস্কার মুখী না করে সৃষ্টিশীলতাকে গুরুত্ব দিতে হবে। দ্বিতীয় পর্বে বয়:-সন্ধি ময়কালীন সমস্যা নিয়ে আলোচনা করেন সামাজকর্মী সৌভিক সরকার। তৃতীয় পর্বে শিশু নিরাপত্তা শিশুশ্রম পথশিশু নেশাগ্রস্থ এবং বিপদগ্রস্থ শিশুদের জীবন সম্পর্কে আলোচনা করেন সংস্থার প্রতিনিধি মেজবান আলী , শেষে সংস্থার পক্ষ থেকে ৫৫ টি শিশুকে ব্যবহারযোগ্য পোশাক প্রদান করা হয়। সংস্থার সহ মেনিজিং ট্রাস্টি রণদীপ দত্ত চৌধুরী বলেন আমরা অবহেলিত শিশুদের প্রাধ্যন্য দিয়ে থাকি। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাবড়া পৌরসভার প্রশাসক নারায়ণ চন্দ্র সাহা, হাবড়া রেলওয়ে পুলিশের ওসি বিমল সরকার, সহ বহু বিশিষ্ট ব্যক্তি। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অচিন্ত কুমার দত্ত।