ইন্দ্রজিৎ আইচঃ ২০০৮ সাল থেকে পোশাকের নানা ডিজাইন হিসাবে কাজ করছেন এই শহরের বিখ্যাত ডিজাইনার ইরানী মিত্র। সেই বছর জি ডি বিড়লা সভাঘরে ইন্ডো – ওয়েস্টান শাড়ির নানা ডিজাইন প্রথম প্রদর্শনী হয় ও জনপ্রিয়তা পায় ইরানী মিত্র। সেই দিন গুলো ছিলো খুব লড়াইয়ের দিন। পরবর্তী সময়ে তার ডিজাইনে শাড়ি ও অন্যান্য পোশাক পড়ে ফ্যাশন শো তে হেঁটেছেন, অভিনয় করেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত , অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, মডেল মাধবীলতা মিত্র থেকে পরিচালক রেশমী মিত্র। সম্প্রতি তার এই ফ্যাশন স্টুডিও ১২ বছর পূর্ণ করলো। তাই তার এই ইন্ডো ওয়েস্টার্ন শাড়ির বিভিন্ন বৈচিত্র্য নিয়ে ২০২২ এর নতুন বছরের ক্যালেন্ডার লঞ্চ হয়ে গেলো ৩৭৭ এ, প্রিন্স আনোয়ার শাহ রোডের তার স্টুডিওতে সম্পূর্ণ কোভিড স্বাস্থ্য বিধি মেনে। ক্যালেন্ডার এর প্রতিটা পাতায় ডিজাইনার ইরানী মিত্র র নানা পোশাক এর ছবি রয়েছে এবং সেগুলো পড়েছেন মাধবীলতা মিত্র, সোমা লাহিড়ী, রেশমী মিত্র, ইন্দ্রানী হালদার, দেবিকা মুখার্জী সহ আরো অনেক বিখ্যাত মানুষ। এই ক্যালেন্ডার উদ্বোধন করলেন জনপ্রিয় অভিনেত্রী ইন্দ্রানী হালদার ও দেবিকা মুখার্জী। উপস্থিত ছিলেন পরিচালক রেশমী সেন, আর এন টেগোর হসপিটাল এর ডাক্তার আরাত্রিকা দাস, সাংবাদিক সোমা লাহিড়ী।
এই স্টুডিওতে ইরানী মিত্রর ইন্ডো ওয়েস্টার্ন শাড়ি পড়ে হাঁটলেন মডেল জয়শ্রী মজুমদার, রিক্তা আচার্য, রেহান কবির, প্রিয়া ব্যানার্জী, সুজাতা ঘোষ বড়ুয়া,রাজ রেশমী ও কাহিনী ভট্টাচার্য। সাথে বিভিন্ন গান শোনালেন রাজদীপ চক্রবর্তী। এক সাংবাদিক সম্মেলনে অভিনেত্রী ইন্দ্রানী হালদার জানালেন ডিজাইনার ইরানী মিত্র বহুদিন ধরে আমাদের ইন্ডাস্ট্রি তে কাজ করছেন। তার শাড়ি থেকে অন্যান্য পোশাক সকলে পছন্দ করেন। দামে কম গুণমানে বেশি ওনার এইসব বিভিন্ন ধরনের শাড়ি। দেবিকা মুখার্জী ও ইরানী মিত্র র ডিজাইন এর ভূয়সী প্রশংসা করেন। এক প্রশ্নের উত্তরে ইরানী মিত্র জানালেন তার স্টুডিওতে সব ধরণের সব বয়সের পোশাক পাওয়া যায়।
শাড়ি, ব্লাউজ,লেহেঙ্গা,লং ড্রেস, উইন্টার জ্যাকেট থেকে শাল, শার্ট, পাঞ্জাবী, কোট নানা পোশাকে সাজানো হয়েছে আমার এই স্টুডিও। তিনি আরো জানালেন তার লেখা ছোটো ছোটো গল্প নিয়ে তিনি ছোট ফিল্ম বা নাটক করছেন যেখানে অভিনেতা অভিনেত্রীরা ও মডেলরা তার বানানো পোশাক পড়ে অভিনয় করছেন। আগামীদিনে আরো নতুন ধরনের পোশাকের ডিজাইন আনতে চলেছেন ইরানী মিত্র।