মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে আদিবাসী ভাষায় রচিত 27 তম একাঙ্ক নাটক প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বান্দোয়ান ব্লকে


সহদেব পরামানিক : মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে আদিবাসী ভাষায় রচিত 27 তম একাঙ্ক নাটক প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বান্দোয়ান ব্লকে । এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভারাম্ভ করেন বান্দোয়ান বিধানসভার বিধায়ক রাজীব লোচন সরেন । জানা যায় দুই দিনব্যাপী চলবে এই প্রতিযোগিতা । প্রতিযোগিতায় মোট 37 টি একাঙ্ক নাটক অনুষ্ঠিত হবে আজ প্রথম দিনেই দুটি মঞ্চে বান্দোয়ান ,মানবাজার 1, মানবাজার 2, বলরামপুর ও পুঞ্চা সহ মোট 5 টি ব্লকের 19 টি একাঙ্ক নাটকের দল অংশগ্রহণ করবে । এখানে নির্বাচিত দলগুলি জেলা স্তরে ও পরবর্তীকালে রাজ্যস্তরে অংশগ্রহণ করবে । বান্দোয়ান বিধানসভার বিধায়ক রাজীব লোচন সরেন বলেন নাটক হল সমাজের দর্পণ যা থেকে সমাজের ভালো মন্দ দুটি দিকে উঠে আসে যা সমাজ পরিবর্তনে বিশেষ ভূমিকা গ্রহণ করে । এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারি সভাধিপতি প্রতিমা সরেন , বান্দোয়ান ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক কাশিফ সাবির ও বান্দোয়ান পঞ্চায়েত সমিতির সভাপতি আহ্লাদী মাহাতো সহ অন্যান্য বিশিষ্ট জন ।

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights