নানান বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলো ৪র্থ বর্ষ বান্দোয়ান মেলা


শক্তিপদ মাহাত, বান্দোয়ান : শোভাযাত্রা সহকারে নানান বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে বান্দোয়ান মেলার শুভ উদ্বোধন হলো বুধবার বান্দোয়ান ব্লক ময়দানে। এদিন অনুষ্ঠান মঞ্চে মঙ্গল প্রদ্বীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মেলার শুভ উদ্বোধন করেন পুরুলিয়ার সিধু-কানু- বিরসা বিশ্ববিদ্যালয়ের গণিতশাস্ত্রের বিভাগীয় প্রধান সনৎ কুমার মাহাত। এবার বান্দোয়ান মেলা পড়ল চতুর্থ বর্ষে। মেলা চলবে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত। সাত দিন ধরে। বান্দোয়ান মেলার সম্পাদক তথা বান্দোয়ান বিধানসভার বিধায়ক রাজীব লোচন সরেন জানান বিশেষ করে স্থানীয় কৃষ্টি-কালচার ও সংস্কৃতি গুলিকে সাংস্কৃতিক আঙিনায় তুলে ধরার লক্ষ্যেই এই প্রকার মেলার আয়োজন । টুসু,ভাদু,করম,দাঁশাই, সহরাই, ভুয়াং এর মতো স্থানীয় সংস্কৃতি গুলির পাশাপাশি হস্তশিল্প, প্রদর্শনী ও সংস্কৃতি বিনিময়ের লক্ষ্যে অনুষ্ঠান মঞ্চে অনুষ্ঠিত হবে আসামের বিহু এবং উড়িষ্যার সম্বলপুরি নৃত্য। এছাড়াও থাকছে স্থানীয় ও আতিথি শিল্পীদের ঝুমুর ও বাউল গানের অনুষ্ঠান।

এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের গণিত শাস্ত্রের বিভাগীয় প্রধান সনৎ কুমার মাহাতো। বিশিষ্ট শিক্ষাবিদ মানিক দাস গুপ্ত, বান্দোয়ান মেলার সভাপতি শত্রুঘ্ন মাহাতো, পুরুলিয়া জেলার সহ-সভাপতি প্রতিমা সরেন, বান্দোয়ান মেলার সম্পাদক স্থানীয় বিধায়ক রাজীব লোচন সরেন, মানবাজার দু’নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দ্রশেখর দাস সহ বিশিষ্টজনেরা।

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights