বান্দোয়ান চক বাজারে আজ সমস্ত সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে পঠন-পাঠন শুরু করার দাবিতে এক বিশাল প্রতিবাদ মিছিল ও পথসভা আয়োজন করে SFI


দুঃখভঞ্জন পরামাণিকঃ বান্দোয়ান চক বাজারে আজ সমস্ত সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে পঠন-পাঠন শুরু করার দাবিকে সামনে রেখে এক বিশাল প্রতিবাদ মিছিল ও পথসভা আয়োজন করে SFI এর জেলা ও বান্দোয়ান ব্লক কমিটি। সরকারী ও বেসরকারী বিদ্যালয়গুলিতে দীর্ঘদিন ধরে কোভিড কালীন পরিস্থিতির জন্য বন্ধ রয়েছে পঠন-পাঠন।আর এই বিদ্যালয় গুলিতে পঠন-পাঠন চালু করার দাবিকে সামনে রেখেই দীর্ঘদিন ধরে লাগাতার আন্দোলন করে চলেছে SFI-এর নেতৃত্ব, কর্মী ও সমর্থকেরা। আর এর ফল মিলল আজ। মুখ্যমন্ত্রী আজ ঘোষণা করতে বাধ্য হলেন আগামী ৩ ফেব্রুয়ারি থেকে সমস্ত বিদ্যালয়ে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা শুরু হবে।এই প্রতিবাদ মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন SFI-এর পুরুলিয়া জেলা শাখার সম্পাদক সুব্রত মাহাতো,বান্দোয়ান শাখার সম্পাদক বাবলু মাহাতো এবং SFI-এর জেলা ও ব্লকের অন্যান্য নেতৃত্ব, কর্মী এবং সমর্থকেরা।

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights