বান্দোয়ান ব্লক প্রশাসনের পক্ষ থেকে অস্থায়ীভাবে একটি বাঁশের সাঁকো নির্মাণের ব্যবস্থা


সহদেব পরামানিক : বান্দোয়ান থানার অন্তর্গত কুঁচিয়া পঞ্চায়েতের মৃগিচামি গ্রামের টলা কুমিরদহ এর মধ্যবর্তী স্থানে ছোট্ট একটি নদী থাকায় ভারী বৃষ্টিপাত হলে যাতায়াতে বিপাকে পড়তে হয় দুই পারের বাসিন্দাদের । আর সেই কথা ভেবে বান্দোয়ান ব্লক প্রশাসনের পক্ষ থেকে অস্থায়ীভাবে একটি বাঁশের সাঁকো নির্মাণের ব্যবস্থা করা হলো । বান্দোয়ান ব্লকের BDO কাশিফ সাবির জানান কুমিরদহ টলাতে বারো -তেরো টি পরিবারের বাস , তাদের যাতায়াতের কথা ভেবে অস্থায়ীভাবে নির্মাণ করা হচ্ছে এই বাঁশের সাঁকো । পরবর্তীকালে কংক্রিট যাতায়াতের ব্যবস্থা করার আশ্বাস দেন তিনি ।

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights