অনুষ্ঠিত হলো শিল্পাঙ্গনের চিত্র ও হাতের কাজের প্রদর্শনী


ইন্দ্রজিৎ আইচঃ শিল্পাঙ্গন এর আয়োজনে বাগদেবী পুজোর দিন বালিগঞ্জ পিকনিক গার্ডেনের ত্রিশক্তি সমাজ কল্যাণ পরিষদে অনুষ্ঠিত হলো এক দিনের চিত্র ও হাতের কাজের প্রদর্শনী। ২০০ জন ছাত্রছাত্রী দের আঁকা ছবি ও বাটিকের কাজ এই প্রদর্শনীতে স্থান পায়। এই প্রদর্শনী উদ্বোধন করেন বিশিষ্ট বাচিকশিল্পী ও শিক্ষাবিদ ড চান্দ্রেয়ী দত্ত গুহ রায়। উপস্থিত ছিলেন সাংবাদিক,কবি ইন্দ্রজিৎ আইচ, সিএবি র সুবীর ব্যানার্জী, শিল্পী সোমনাথ ভদ্র, সমাজসেবী সুদীপ্ত মন্ডল, আবৃত্তিকার নমিতা দাস সহ আরো অনেকে। সকল অতিথিকে উত্তরীয় ও ফুল দিয়ে বরণ করে নেয় সংস্থার প্রধান কানু দাস। সকলেই বাগদেবীর পুজোরদিন এই প্রদর্শনী র ভূয়সী প্রসংশা করেন ও এই সংস্থার সাফল্য কামনা করেন। ১৯৯৮ সাল থেকে এই শিল্পাঙ্গনের পথ চলা শুরু। সারা কলকাতায় এর ৮০ টি শাখা আছে।

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights