নিজস্ব প্রতিনিধি,পাতুলিয়া,খড়দহঃ যদিও সাধারণতন্ত্র দিবস পেরিয়ে বেশ কয়েকদিন এগিয়ে এলাম বছরের প্রথম দিকটাতে কিন্তু সাধারণের সাধারণতন্ত্রতা আমাদের মন থেকে যায়নি তাই এই খবর করছি ফেব্রুয়ারী মাসের প্রথম সপ্তাহ অতিক্রম করে। মহাসমারহেই অনুষ্ঠিত হ’ল প্রত্যেক বছরের মতই এবছরও ৯বম ২৬ জানুয়ারী ২০২২ “আলফা স্কোয়াড”-র কুচকায়াজ ও কলাকৌশল। পাতুলিয়া উত্তর ২৪ পরগণার রুইয়া গ্রামে সন্তোষ মোহন অবৈতণিক প্রাইমারী বিদ্যালয়ের ময়দানে অনুষ্ঠিত হ’ল ঐতিহাসিক এক রণকৌশল মূলক প্রশিক্ষণ, মার্শাল আর্ট প্রদর্শন অনুষ্ঠান। সারা বছর এই “আলফা স্কোয়াড” বিভিন্ন শিক্ষামূলক ও উন্নয়ণমূখী অনুষ্ঠান করে থাকে সম্পূর্ণ বিনাব্যয়ে সমাজের দুস্থ্য ও নিম্নবিত্ত ঘরের ছাত্র-ছাত্রীদের নিয়ে।
“আলফা স্কোয়াড”-র অর্থ হ’ল প্রথম শ্রেণীর সেনাদের প্রশিক্ষণ-র এক অংশ। সেনা বিভাগে যে কলাকৌশল শেখানো হয়, সেই প্রমিক্ষণ শেখানো হয়, যাতে তারা সেনা বিভাগে কর্মের জন্যে আবেদন করতে পারে ও পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সেনা বিভাগে যোগদান করতে পারে। এই আলফা স্কোয়োডের ফাউন্ডার বিশাল রাই ও তাঁর সহধর্মিণী ডিরেকটর(২) আশা রাই-র দীর্ঘ বছরের অক্লান্ত পরিশ্রমে গড়ে ওঠে এই কলাকৌশল শারীরিক ও মানসিক শিক্ষায় গড়ে তোলার কর্মশালা। মার্শাল আর্ট শিক্ষার মাধ্যমে ছেলে-মেয়েরা নিজেদের কি করে দুস্কৃতিদের হাত থেকে রক্ষা করতে পারে ও শত্রুদের পরাস্ত করতে পারে তারই প্রশিক্ষণের পাশাপাশি জুডো, ক্যারাটে, কুংফুও শেখানো হয়।
এবছর সায়ণ পাল (জে.সি.ও) জুনিয়র কমান্ডিং অফিসার এবছরের অনুষ্ঠানকে অন্য মাত্রা এনে দেয়। তারই প্রচেষ্টায় ২৬ জানুয়ারী আলফা স্কোয়ড এক অন্য ভূমিকা পালন করে। তারই সহকারী বন্ধু মন্দিরা দাস এস. সি. ও. (সিনিয়র) ও রিমা পারভিন (সিনিয়র) বিশেষ ভূমিকা পালন করে। এক মনোরম পরিবেশ তৈরী করেছিল যা বোঝাই যাচ্ছিল না যে এটি ফোর্ট উইলয়াম (রেড রোড) না বারাকপুর মঙ্গলপান্ডে উদ্যান! ১৫০০ ছাত্র-ছাত্রী অংশ নিয়েছিল।
সুবিশাল মঞ্চে উপস্থিত ছিলেন, আলফা স্কোয়াডের ফাউন্ডার বিশাল রাই, ডিরেক্টর আশা রাই দেবী, সেন্ট্রাল জুডিসিয়াল কমিশনার, এম.কে.বাইন, এডমিনিস্ট্রেটর, নিলাবজা দাস, ডেপুটি ডিরেক্টর মনোজ কুমার পারুল, কন্সটেবল, কে.বি.ছেত্র িচেয়ারম্যান আলফা স্কোয়াড, পাতুলিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান তপতি দাস বিশ্বাস,আমন শেট কমান্ডিং অফিসার, পাতুলিয়া সরকারী পুলিশ আবাসনের সভাপতি আশীষ চক্রবর্ত্তী (লাট্টু), গ্র্রাম পঞ্চায়েত সদস্যা মুমতাজ বেগম ও মুনমুন কুর্মী প্রমুক। এছাড়াও ছিলেন, একলব্য মানব সেবা সংস্তার সভাপতি বিনোদ চৌধুরী, ড: এস. পি. চৌধুরী, চেয়ার পার্সন, অজিত চৌধুরী সম্পাদক। প্রধান অতিথিঃ রামনাথ চৌধুরী সুবেদার মেজর, রাজু ঘোষ ও শর্মিষ্ঠা ঘোষ বিশেষ অতিথি। বেলঘরিয়া সমাজসেবী সংস্থা থেকে বিকাশ শাউ, মদন রজনী দাস টিচার ইনচার্জ, আঞ্জুমান হাইদ্রী, স্কুলের প্রধান শিক্ষক ফরিহাদ নীলাম, সোমনাথ কর, রায়বাগান অ:প্রা: বিদ্যালয়ের প্রধান শিক্ষক, দীপক চৌধুরী, আর্যদীপ অ:প্রা: বিদ্যালয়, প্রধান শিক্ষক।
এছাড়াও গোখালি সোস্যাল কমিটি-র সভাপতি জে. সোনার, মীরা তামাং সদস্যা, সোনিকা লিঙ্গু সদস্যা, শ্রুতি সরগরি সদস্যা, এ এন ও রুদ্র দাস (Assistant NCC Officer). সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে পরিচালনা করেন সায়ণ পাল কলা বিবাগের তৃতীয় বর্ষের ছাত্র। সঞ্চালনায় ছিলেন সোমনাথ কর।
ক্যামেরায় দীপক চৌধুরী ও সাগর পাল শিল্পনীড়ে পক্ষে
Airport pick-up and drops have never been classier with the experience you get from chauffeur services.