ADVERTISEMENT
মালদা: জহুরা মায়ের মন্দিরে পুজো দিয়ে মনোনয়নপত্র জমা করলেন ইংরেজবাজার পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী সুতপা ঘোষ। সোমবার সকালে এই মর্মে গোটা মালদা শহর জুড়ে সু বিশাল মিছিলের আয়োজন করা হয়েছিল। শয়ে শয়ে মহিলা এবং পুরুষ অংশ নিয়েছিল মিছিলে। গোটা মালদা শহর পরিক্রমা করে মিছিলে নেতাজি মোরে এসে শেষ হয়। এরপর নির্দল প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা করেন তিনি।