সরস্বতী পুজোর বিসর্জনকে কেন্দ্র করে পুলিশের সাথে গ্রামবাসীদের সংঘর্ষ


বলরাম হালদার,পুরুলিয়া:-সরস্বতী পুজোর বিসর্জনকে কেন্দ্র করে পুলিশের সাথে গ্রামবাসীদের সংঘর্ষ। ঘটনায় গুরুতর জখম তিন পুলিশ আধিকারিক। ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রাম থেকে পাঁচজনকে আটক করেছে বলরামপুর থানার পুলিশ। ঘটনার প্রসঙ্গে গতকাল রাত্রে বলরামপুর থানার রুচাপ গ্রামে সরস্বতী বির্সজন ছিল। যার কারণে মাইক বক্স বাজিয়ে বিসর্জনের জন্য তৈরি ছিল গ্রামের যুবকেরা।পুলিশ জানিয়েছে মদ্যপান করে দুটো ক্লাবের বিসর্জন কে ঘিরে ঝামেলা বাঁধে। তাদের থামাতে গিয়ে মদ্যপ লোকজন পুলিশের উপর চড়াও হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয় পুলিশের হস্তক্ষেপে। এলাকায় যাতে উত্তেজনা না ছড়ায় তার জন্য দুজন এস আই এবং একজন এ এস আই গ্রামে থেকে যান। এরইমধ্যে আচমকা পুলিশের উপর আক্রমণ হয় বলে অভিযোগ। রাত্রের অন্ধকারে ইঁট পাথরের আঘাতে তিনজন পুলিশ আধিকারিক জখম হন। তারমধ্যে এক আধিকারিক গুরুতর জখম হয়েছে বলে জানা গেছে বলরামপুর থানা পুলিশ সূত্রে। প্রাথমিকভাবে তাদের চিকিৎসার জন্য বলরামপুর বাঁশগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক এক আধিকারিককে পুরুলিয়া সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত করেন। রাত্রিতেই বলরামপুর থানার ওসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গ্রামে পৌছায়। সেখান থেকে পাঁচ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিন জেলার অতিরিক্ত পুলিশ সুপার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা রূচাপ গ্রামে গিয়ে পুরো পরিস্থিতি খতিয়ে দেখেন। থমথমে পরিস্থিতি এখন পুরো গ্রামজুড়ে। তবে এই ঘটনা নিয়ে গ্রামবাসীরা মুখ খুলতে নারাজ।

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights