ডিজাইনার ইরানি মিত্র আগামী ১৪ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডের দিন নিয়ে আসছে তার ভালোবাসার গল্পের মাধ্যমে নতুন পোশাকের সম্ভার


ইন্দ্রজিৎ আইচঃ ডিজাইনার ইরানি মিত্র দীর্ঘ প্রায় ১২ বছর ধরে ছেলে মেয়েদের সব বয়েসের পোশাক এর নিত্য নতুন ডিজাইন করে চলেছেন। বিশেষ করে মেয়েদের ১২ হাত শাড়িতে তিনি নিয়ে এসেছেন ইন্ডো ওয়েস্টার্ন শাড়ি। যেখানে দেখতে পাওয়া যায় বিভিন্ন স্কেচ, আমাদের জীবনের নানা সময়ের চালচিত্র।তার এই ডিজাইন করা পোশাক পড়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, ইন্দ্রানী হালদার, দেবিকা মুখার্জী থেকে রাহুল সহ বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা। দক্ষিণ কলকাতার সাউৎ সিটির তার নিজস্ব স্টুডিওতে বসে এক সাক্ষাৎকারে ইরানি মিত্র জানালেন তিনি তার পোশাক এর ডিজাইন করছেন তার নিজের লেখা গল্প ও চিত্রনাট্যর মাধ্যমে। এটাই তার পোশাকের নতুনত্ব। তার নিজের ইউ টিউব চ্যানেলে সেই ছোট টেলিফিল্ম গুলো চলে। সেই টেলিফিল্ম গুলো তিরিশ থেকে ষাট মিনিটের হয়। ইতি মধ্যে তিনি করেছেন তিরিশ মিনিটের মিউজিক্যাল স্টোরি ও চল্লিশ মিনিটের অপেক্ষা। এই ছোট ছবি গুলোর মাধ্যমে তিনি তুলে ধরতে চাইছেন তার ডিজাইন করা ছেলে মেয়েদের নতুন পোশাকের সম্ভার। সেই সঙ্গে কলকাতার সংস্কৃতি, হেরিটেজ, এখানকার বিভিন্ন পুজো পার্বন এমনকি এই কলকাতার বিনোদন ও বিভিন্ন ঐতিহ্য তার এই ছোট গল্পের মাধ্যমে ছোট ছবিতে দেখানো হয়েছে। তার নতুন প্রজেক্ট আসছে আগামী ১৪ ই ফেব্রুয়ারি ২০২২ সোমবার। ওইদিন যেহেতু “ভালোবাসা দিবস” তাই ওই দিন ইরানি মিত্র র তার গল্প, চিত্রনাট্য, পরিকল্পনা, ভাবনা এবং নতুন পোশাকের ডিজাইন নিয়ে আসছে তার ইউ টিউব চ্যানেলে। নাম দেওয়া হয়েছে ” বাঙালির ভ্যালেন্টাইন্স ডে”। ওইদিন এই ছবিটা তার ইউ টিউবে মুক্তি পাচ্ছে।কথায় বলে সরস্বতী পুজোর দিনটাই নাকি এখন ভালোবাসার দিন, তাই এই পুজোকে কেন্দ্র করে ৫০ মিনিটের এই টেলিফিল্ম টা বানানো হয়েছে। এটা এক কথায় ভালোবাসার গল্প। ইরানি মিত্র এই ছবিতে বিভিন্ন মডেলদের দিয়ে তার নতুন ডিজাইনের পোশাক পড়িয়ে অভিনয় করিয়েছেন। এর পাশাপাশি তিনি নতুন নতুন মডেল, সংগীত শিল্পী, মেকআপ শিল্পী, ক্যামেরা, এডিটিং, নবাগত অভিনেতা ও অভিনেত্রীদের কাজের সুযোগ দিয়েছেন। তিনি সবসময় চান বিভিন্ন পেশায় নতুন যারা কাজ করছেন তারা যেন একটা প্ল্যাটফর্ম পায়। তারা এই ছোট ছোট টেলিফিল্মের মাধ্যমে নিজেদের প্রতিভা বিকশিত করতে পারে। ইরানি মিত্র এই ভাবে নিজের ইউ টিউবে ছোট ছোট ছবির মাধ্যমে নিজের গল্প নিয়ে নতুন পোশাক ডিজাইন করে আরো নতুনত্ব আরো অভিনবত্ব দেখাতে চান।আগামী দিনে এটাই তার মূল লক্ষ হতে চলেছে।

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights