বলরামপুর কলেজ পরিচালন সমিতিতে কলেজ অধ্যাপকের পক্ষের প্রতিনিধি কারা থাকবেন এই নিয়ে বুধবার দুপুরে ভোটাভুটি


বলরাম  হালদারঃ বলরামপুর কলেজ পরিচালন সমিতিতে কলেজ অধ্যাপকের পক্ষের প্রতিনিধি কারা থাকবেন এই নিয়ে বুধবার দুপুরে ভোটাভুটির ঘটনা ঘটলো পুরুলিয়া জেলার বলরামপুর কলেজে।জানা গেছে কলেজ অধ্যাপকদের মধ্যে থেকে তিনজন সদস্য এই পরিচালন সমিতি তে শামিল হতে পারেন।যা নির্বাচন করতে গিয়ে বুধবার পাঁচজন অধ্যাপকের নাম প্রস্তাব হতেই ভোটাভুটির ঘটনা ঘটে বলরামপুর কলেজে।এই ভোটে শামিল হন অধ্যাপিকা কৃষ্ণা মল্লিক,অধ্যাপক আদিত্য প্রসাদ কার্জি,অধ্যাপক মানিক মাঝি,অধ্যাপক অজিত দাস এবং অধ্যাপক অমিত কুমার।প্রাপ্ত ভোটের ফলাফলে ১২টি ভোট পেয়ে বিজয় লাভ করেন অধ্যাপিকা কৃষ্ণা মল্লিক তবে অপর চার অধ্যাপক ১০টি করে সমান ভোট পাওয়াতে সমস্যা বেড়ে যায়।চার জনের মধ্যে কোন দু জন যাবেন পরিচালন সমিতিতে। সমান ভোট পাওয়া দুজন অধ্যাপক সহ কলেজের অন্যান্য অধ্যাপকরা অভিযোগ করেন কলেজের প্রিন্সিপাল ডক্টর অনন্যা ঘোষ কলেজ পরিচালন বিধি অমান্য করে নিজের পছন্দ মতো দুই অধ্যাপক কে পরিচালন সমিতিতে সামিলের রেজুলেশন করে তা পাশ করেছেন। এমন কি নির্বাচনে লড়াই কারী অপর দুই অধ্যাপক কে রেজুলেশন কপি দেওয়া হয় নি।এবিষয়ে বলরামপুর কলেজের প্রিন্সিপাল অনন্যা ঘোষ সমস্ত অভিযোগ অস্বীকার করে সমস্ত বিষয় টি নিয়ম মেনে হয়েছে বলে জানান।তিনি আরো জানান নির্বাচনে চার জন সম পরিমান ভোট পাওয়ার কারণে তিনি প্রিন্সিপাল হিসাবে নিয়ম মেনে দু জন সিনিয়র অধ্যাপক মানিক মাঝি এবং অমিত কুমার কে পরিচালন সমিতির জন্য মননীত করেন।পাশাপাশি নির্বাচনে সব চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হওয়ার কারণে অধ্যাপিকা কৃষ্ণা মল্লিক পরিচালন সমিতিতে ।

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights