ADVERTISEMENT
ইন্দ্রজিৎ আইচঃ দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড একাউন্টস অফ ইন্ডিয়ার আয়োজনে সম্প্রতি পার্ক হোটেলে অনুষ্ঠিত হলো দা ইস্টার্ন ইন্ডিয়া রিজিওনাল কাউন্সিল (EIRC)এওয়ার্ড। 2021 এর সেরা ব্যাচ অফ স্টুডেন্ট, মাইক্রো কেটাগরি, স্মল কেটাগড়ি, সেরা ব্রাঞ্চ এদের হাতে পুরস্কার তুলে দেন চার্টার্ড একাউন্টটেন্ট সুমিত বিনানি, দেবায়ন পাত্র, রবি কুমার পাত্র, সুনীল কুমার শাহ, সুশীল কুমার গোয়েল, হরি রাম, নীতিশ কুমার মোর প্রমূখ ব্যক্তিবর্গ।