ইউক্রেনে ডাক্তারি পড়তে গিয়ে আটকে রয়েছে হাবড়া থানার কুমড়া গ্রাম পঞ্চায়েতের কাশিপুর দক্ষিণ পাড়ার নিশা বিশ্বাস


কাশিপুরঃ ইউক্রেনে যুদ্ধ শুরু হয়েছে, তার মধ্যেই আটকে পড়ে রয়েছে উত্তর 24 পরগণা জেলার হাবড়া থানার কুমড়া গ্রাম পঞ্চায়েতের কাশিপুর দক্ষিণ পাড়ার বাসিন্দা জুলফিকার বিশ্বাসের মেয়ে নিশা বিশ্বাস । ২০২১ সালের ডিসেম্বর মাসে ডাক্তারি পড়তে ইউক্রেনে যায়। মধ্য ইউক্রেনের চিফ মেডিকেল কলেজে পড়াশোনা করছে দক্ষিণ বাংলা বালিকা বিদ্যালয়ের ছাত্রী নিশা বিশ্বাস। ওই দেশে যুদ্ধ শুরু হওয়ায় তার বাড়ি ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে। যদিও করোনা অতিমারীর ফলে ক্লাস হচ্ছে না, হোস্টেলে থেকেই অনলাইনে ক্লাস করছে নিশা। যুদ্ধের আবহাওয়া তৈরি হওয়ায় বাড়ির সকলেই উৎকণ্ঠায় রয়েছেন স্বাগতা কবে বাড়ি ফিরবে সেই আশঙ্কায়। রাজ্য সরকারের তরফ থেকে চেষ্টা চালানো হচ্ছে শীঘ্রই তাকে ফিরিয়ে আনার। বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। নিশার মা, বাবা, দিদি খুবই চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন। এবং নিশার পরিবারের তরফ থেকে কুমড়া গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে লিখিতভাবে আবেদন করা হয় তাদের মেয়েকে যত দ্রুত সম্ভব বাড়ি ফিরিয়ে আনার জন্য। নিশার মা ভেঙে পড়েছে কান্নায় মেয়েকে কখন কাছে পাবে সেই আশাতেই দিন কাটছে নিশার পরিবারের।

ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতিতে আটকে থাকা আরো এক ছাত্রের সন্ধান মিলল হাবরায়। আতঙ্কের প্রহর গুনছে পরিবার। ছোটবেলা থেকেই মামার কাছে মানুষ জিৎ রায়। মেডিকেল পড়তে 2018 সালে গিয়েছিলেন ইউক্রেনে। 2021 সালের জুলাইয়ে এসেছিলেন ভারতে আগস্টে আবারো ফিরে যান ওই ছাত্র। ভাগ্নের সঙ্গে কথা হয়েছে মামা কান্তি সরকার এর। হাবরা জয়গাছির বাড়িতে বসে উৎকণ্ঠার প্রহর গুনছেন মামা কান্তি বাবু। যত দ্রুত সম্ভব ফিরে আসুক ভাগ্নে এই দাবি জানিয়েছেন তিনি। নবান্নের হেল্পলাইন নাম্বারে ও যোগাযোগ করা হয়েছে পরিবারের তরফ থেকে। পড়াশোনায় ছোট থেকেই অত্যন্ত মেধাবী ছিল জিৎ। হাবরা হাই স্কুলের ছাত্র ছিল সে। পরবর্তী সময়ে মেডিকেল পড়তে যান বিদেশে। এখন কোন রকমে গোপন আস্তানায় রয়েছেন বলেই পরিবারকে জানিয়েছে জিৎ রায়।

https://youtu.be/6WmCvlxmxck

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights