রাজ্য আইসিডিএস কর্মী সমিতির বরাবাজার থানা কমিটির এক প্রতিবাদ মিছিল


দুঃখভঞ্জন পরামাণিকঃ পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতির বরাবাজার থানা কমিটির এক প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হলো বরাবাজার শহরের ইন্দট্যাঁড় ময়দানে। সমগ্র বরাবাজার শহর পরিক্রমা করার পর পথ সভাটি অনুষ্ঠিত হয়। এই সমিতির পক্ষ থেকে ১২ দফা দাবিকে সামনে রেখে আজকের এই সভাটি অনুষ্ঠিত।যে সমস্ত দাবিগুলোকে সামনে রেখে তাদের আজকের এই প্রতিবাদ মিছিল ও পথসভা সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো প্রথমত প্রতিটি কেন্দ্রে চাল-ডালের কম সরবরাহ করা চলবে না সরবরাহকারীকে ওজন করে চাল ও ডাল দিতে হবে। দ্বিতীয়তঃ বাজার দর অনুযায়ী সবজি ডিম ও জ্বালানির মূল্য দিতে হবে। তৃতীয়তঃ মা ও শিশুদের চার মাসের বকেয়া খাবার অবিলম্বে দিতে হবে। চতুর্থত সবজি বিল করার জন্য কোন টাকা কর্মীদের কাছ থেকে কেটে নেওয়া চলবে না। পঞ্চমত উন্নত মানের মাক্স স্যানিটাইজার ও সাবান প্রতিটি কেন্দ্রে সরবরাহ করতে হবে।এরকম 12 দফা দাবিকে সামনে রেখেই বরাবাজার আইসিডিএস থানা কমিটির এই প্রতিবাদ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়।

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights