নদীয়ায় বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালিত হল বিশ্ব নাট্য দিবস


গোপাল বিশ্বাস,নদীয়া-ঃ প্রতিবছরের মতো আজ ২৭ মার্চ সারা পৃথিবী জুড়ে পালিত হচ্ছে বিশ্ব থিয়েটার দিবস । আন্তর্জাতিক থিয়েটার ইন্সটিটিউটের দ্বারা ১৯৬১ সালে সর্বপ্ৰথম এই দিবসটির প্রচলন শুরু হয়েছিলো। সমাজ গঠনে হোক বা ভাঙ্গনের প্রতিবাদে মজার ছলে হোক বা দৃপ্তকন্ঠের বার্তা। অভিনয় একমাত্র প্রতিবাদী হতে শেখায় সাধারণ মানুষকে। জোট বাঁধতে শেখায় নিজেদের প্রয়োজনে, অপ্রত্যাশিতভাবে ঘটে যাওয়া ধ্বংসস্তূপ থেকে নতুন করে সৃষ্টির দিশা দেখায় থিয়েটার। স্বাধীনতা পূর্ববর্তী হোক বা পরবর্তী সময় একাধিক অন্যায় ব্যভিচার নির্ভীক ভাবে তা উপস্থাপিত হয়েছে সমাজের চোখে। আজও নাটক প্রেমী মানুষেরা খোঁজেন এধরনের সকলের অন্তরালে ঘটে যাওয়া অথবা যেকোনো কারণেই হোক প্রকাশিত না হওয়া মানুষের জ্বলন্ত সমস্যা, অথবা তার থেকে পরিত্রাণের উপায়। প্রচন্ড অস্থির এ সময়ে শিশু-কিশোর-কিশোরীদের মানসিক বিকাশেও থিয়েটারের ভূমিকা অপরিসীম হয়ে দাঁড়িয়েছে। এইরকমই নানা কথার মধ্যে দিয়ে নদীয়ার শান্তিপুরে প্রভাত ফেরীতে আট থেকে আশি সকলেই। 21 বছর ধরে আজকের এই দিনটি উপলক্ষ করে শান্তিপুর সাংস্কৃতিক তাদের নাট্য কোজাগরীর সদস্য সদস্যাদের অক্লান্ত পরিশ্রমে সারারাত ব্যাপী থিয়েটার এর আয়োজন করে থাকেন শান্তিপুর পাবলিক লাইব্রেরী হলে। শান্তিপুরের দীর্ঘদিনের পৌর পিতা প্রয়াত অজয় দের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ সন্ধে আটটায়, সারারাত ব্যাপী থিয়েটারের উদ্বোধন করলেন শান্তিপুর পৌরসভার বর্তমান পুর প্রধান সুব্রত ঘোষ, বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী, পাবলিক লাইব্রেরির সম্পাদক পলসন ঘোষ। সংবর্ধিত করা হল শ্রী অনুপ মুখোপাধ্যায় এবং শ্রী প্রশান্ত কুমার গিরি কে। আনন্দী বসু রাজা চৌধুরীর কথা গান বাজনা, শ্যামবাজার নাট্য চর্চা কেন্দ্রের উপস্থাপনা এসো কথা বলি, ঋগ্বেদ ডান্স একাডেমির মুভমেন্ট, রাজ ভাঙ্গা দ্যোতক উপস্থাপনা করছেন দ্বিখণ্ডিত নাটক। লোক গান পরিবেশন করবেন অর্ক মুখার্জি সজীব সরকার। বাঁচা গেলো নাটক পরিবেশন করবে চন্দননগরের ক্লাসিক, নাটক বাণিজ্যিক পরিবেশনা করবে বগুলার সূচনা, ভোরের গান পরিবেশন করবেন কৌশিক চক্রবর্তী। এছাড়াও থাকছে সারারাত ব্যাপী বিখ্যাত চিত্রকরের আঁকা ছবি নিলাম ও স্মারক প্রদান।

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights