আইনজীবীর ভুয়ো পরিচয় দিয়ে স্বাক্ষর জাল করে ১৫ লক্ষ টাকা প্রতারণা


মালদা: আইনজীবীর ভুয়ো পরিচয় দিয়ে স্বাক্ষর জাল করে ১৫ লক্ষ টাকা প্রতারণা করার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। এই ঘটনায় ওই মহিলা সহ মোট চার জনের নামে ইংরেজবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন মালদা বার অ্যাসোসিয়েশনের আইনজীবী ইকবাল হোসেন। প্রতারিত মালদা শহরের এয়ারভিউ কমপ্লেক্সের বাসিন্দা কৃষ্ণ মন্ডলের অভিযোগ, শহরের টাউন স্কুল সংলগ্ন একটি জায়গায় অসহায় মানুষদের চিকিৎসা করার জন্য নার্সিংহোম খুলবে বলে একটি জায়গা ক্রয় করার সিদ্ধান্ত নেন তিনি। সেই সূত্রে মালদা শহরের কৃষ্ণ কালিতলা এলাকার বাসিন্দা ওই মহিলার সাথে কথা হয় তার। বেশ কয়েকমাস আগে সমাজসেবামূলক কাজ করার জন্য ওই মহিলা তাকে সংবর্ধনা জানাতে এসেছিল সেই থেকে ওই মহিলার সাথে তার পরিচিত। কৃষ্ণ মন্ডলের অভিযোগ, ওই মহিলা নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে ১০ টাকার একটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে জমির মালিকের জাল স্বাক্ষর করে দুই দফায় তার কাছ থেকে ব্যাংক এবং হাতে হাতে নগদ ১৫ লক্ষ টাকা নেই। এই ঘটনার পর তিনি জানতে পারেন ওই মহিলা ভুয়ো আইনজীবী। সে নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে তাকে প্রতারিত করেছে স্বাক্ষর জাল করে বলে অভিযোগ। তার কাছ থেকে বিপুল অঙ্কের টাকা নিয়েছে। তার আরো অভিযোগ জমির প্রকৃত মালিকের সাথে যোগাযোগ করার কথা বললে ওই মহিলা তাকে জানায় তার ক্যান্সার হয়েছে। ইতিমধ্যে এই ঘটনায় ওই মহিলা সহ চার জনের নামে ইংরেজবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন কৃষ্ণ মন্ডল। অন্যদিকে কৃষ্ণ মন্ডলের আইনজীবী ইকবাল হোসেন জানান, ওই মহিলা আইনজীবীর পরিচয় দিয়ে জাল স্বাক্ষর করে প্রতারণা করেছে। ওই মহিলা আইনজীবী নন। ইতিমধ্যে তারা বিষয়টি থানায় জানিয়েছেন। বার এসোসিয়েশনের পক্ষ থেকেও ব্যবস্থা নেওয়া হবে সেই নিয়ে আলোচনা হয়েছে। এই ঘটনার পেছনে আরও তিনজন জড়িত। তাদের নামেও অভিযোগ করা হয়েছে। অন্যদিকে এই বিষয়ে মালদা বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি শুভেন্দু নারায়ণ চৌধুরী জানান, ওই মহিলা বার এসোসিয়েশনের আইনজীবী নন। যদি অভিযোগ হয় আইনিভাবে যা ব্যবস্থা হওয়ার হবে। অন্যদিকে এই বিষয়ে ওই মহিলার ফোনে জানান, তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সমস্ত ভিত্তিহীন। তার পাশাপাশি তিনি আরো জানান, তিনি যে আইনজীবী নয় তা প্রমাণ করুক। কেউ অভিযোগ করলেই তা সত্যি। আইনিভাবে তারা প্রমাণ করে দেখাক তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্যি না মিথ্যা।

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights