সুন্দরবনের হিঙ্গলগঞ্জে বাসন্তী মেলা 


ইন্দ্রজিৎ আইচঃ অশুভ শক্তির বিনাশ করতে রাজা সুরথ বসন্ত কালে বাসন্তী দেবীর আরাধনা করেছিলেন। সেই থেকে মর্তে বাসন্তী পুজো হয়ে আসছে। বাসন্তী পুজো উপলক্ষে উত্তর ২৪ পরগনার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের মাধবকাটী পাটঘরা  গ্রামে শুরু হয়েছে ১৫ দিনের বাসন্তী মেলা। বলরাম স্মৃতি হেলথ, এডুকেশানাল,সোসাল, ইকোনমিক্যাল চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে এবং মাধবকাটী পাঠঘরা নবযুগ সঙ্ঘ ও সুন্দরবন জনজাগরন মঞ্চের সহযোগীতায় বাসন্তী মেলা এবারে ২৭ তম বর্ষে পদার্পন করল।  মেলায় প্রতিদিনই থাকছে নানা অনুষ্ঠান। মেলার উদ্বোধন করেন ট্রাস্টের চেয়ারম্যান স্বপন কুমার মন্ডল। তিনি বলেন,মাধবকাটী পাটঘরা খুবই পিছিয়ে পড়া একটি গ্রাম। তাই বাসন্তী পুজোয় প্রতিবারের মতো এবারেও ছাত্রছাত্রীদের বই, খাতা, পেন,জামাকাপড় ও বড়ো দের শাড়ি, ধুতি দান করা হয় ট্রাস্টের উদ্যোগে। উদ্বোধন উপলক্ষে ছিল নৈশ ক্রিকেট টুর্নামেন্ট ও অষ্টমিতে নরনারায়ণ সেবা। উপস্থিত ছিলেন ট্রাস্টের সাধারন সম্পাদক দেবাশীষ মন্ডল,ও গ্রামীন উন্নয়নের নির্দেশক অম্বুজাক্ষ বাইন প্রমুখ….

 

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights