জীবন যেখানে জীবিকার হাত ধরে- কর্ম সেখানে সংস্কৃতির সৌধ গড়ে


সহদেব পরামানিক : লোকসংস্কৃতির আরেক নাম মাটির সৃষ্টি , জীবন যেখানে জীবিকার হাত ধরে- কর্ম সেখানে সংস্কৃতির সৌধ গড়ে । আজ শুভ নববর্ষের পুণ্য লগ্নে পুরুলিয়া জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও বান্দোয়ান ব্লক ও পঞ্চায়েত সমিতির পরিচালনায় বান্দোয়ান ব্লক এর দুটি মাটির সৃষ্টি প্রকল্পের পুণ্যভূমিতে আজ ভূমি পূজা অনুষ্ঠিত হয় । একটি বান্দোয়ান ব্লকের অন্তর্গত চিরুডি পঞ্চায়েতের কেশরাই , অপরটি গুড়ুর পঞ্চায়েতের পপড়কচা গ্রাম সংলগ্ন ভালু ডংরীতে মাটি সৃষ্টি প্রকল্প । পর্যটন কেন্দ্রের আদলে গড়ে ওঠা মাটি সৃষ্টি প্রকল্প গুলি সেজে উঠেছে প্রাকৃতিক মনোরম দৃশ্য । গ্রামীণ অর্থনীতিকে স্বনির্ভর করতে রাজ্য সরকারের বৈপ্লবিক কর্মসূচি মাটির সৃষ্টি প্রকল্প । আজ নানান অনুষ্ঠানের মধ্য দিয়েই ভূমি পূজা সম্পন্ন হয় বিশেষ আকর্ষণ হিসেবে ছিল সাঁওতাল নৃত্য গীত । এদিনের এই শুভ ভূমি পুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দোয়ান বিধানসভার বিধায়ক রাজীব লোচন সরেন, জেলা পরিষদের সহকারি সভাধিপতি প্রতিমা সরেন , বান্দোয়ান ব্লক এর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক আসিফ সাবির সহ অন্যান্য বিশিষ্টজনেরা ।

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights