বছরের প্রথম দিনে ভূতের মেলা ঘিরে উন্মাদনা নদীয়ায়!!


গোপাল বিশ্বাস,নদীয়া :- বছরের প্রথম দিনে ভূতের মেলা ঘিরে উন্মাদনা নদীয়ায়!! কথাটা শুনতে অবাক ও অন্যরকম হলেও এটাই বাস্তব। বাস্তবের মাটিতে ভূত দেখতে পহেলা বৈশাখে সকাল থেকেই ভিড় জমাচ্ছেন স্থানীয় মানুষ থেকে শুরু করে বহু দূর দূরান্তের মানুষ। স্থানীয় সূত্রে জানা যায় ১৯৫০-৫২ সাল নাগাদ দেশভাগের সময় বহু মানুষ পূর্ব পাকিস্তান থেকে এসে নদীয়ার ফুলিয়া এলাকায় বাস করতে শুরু করেন । প্রসঙ্গত এই ভূত পুজো প্রচলিত ছিল বাংলাদেশে, কিন্তু পরবর্তী সময়ে সেই সমস্ত মানুষ এ দেশে আসার পর তারা পুরাতন সেই রীতি মেনেই শুরু করেন এই পুজো। কাঁচা মাটি , রং তুলি দিয়ে বিশাল আকার মুন্ডুহীন অবস্থায় এই মূর্তি তৈরি করা হয়। পুজো উদ্যোক্তারা বলেন এই ভূত আসলে কবন্ধ বা নিসকুন্দ্রা । তার উল্লেখ রয়েছে রামায়ণে।

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights