আগামী ২৫ শে এপ্রিল থেকে ১ লা মে অনুষ্ঠিত হতে চলেছে ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব


ইন্দ্রজিৎ আইচঃ প্রতি বছরের মতন আগামী ২৫ শে এপ্রিল থেকে ১ লা মে ২০২২ অনুষ্ঠিত হতে চলেছে ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। গতবছর কোনো আড়ম্বর ছাড়াই শুধুমাত্র কোভিড এর কারণে খুব ছোটো করে ভার্চুয়াল চলচ্চিত্র উৎসব হয়েছিলো। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হয়নি উদ্বোধন অনুষ্ঠান, এমন কি বিদেশ থেকে কোনো প্রযোজক, পরিচালক, অভিনেতা, অভিনেত্রীরাও আসেনি।তারপর এই বছরের জানুয়ারিতে এই উৎসব হবার কথা ছিলো, কিন্তু অনেক শিল্পী ও মন্ত্রীর কোভিড এর কারণে সেবার এই উৎসব বাতিল হয়। সম্প্রতি শিশির মঞ্চে এক সাংবাদিক সম্মেলনে উৎসব চেয়ারম্যান রাজ চক্রবর্তী জানালেন আগামী ২৫ শে এপ্রিল সোমবার ২০২২ শুক্রবার দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে এই উৎসবের উদ্বোধন করবেন রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিকেল ৪ টের সময়। থাকবেন টালিগঞ্জ এর কিছু পরিচালক ও কলা কুশলী।এইদিন রবীন্দ্রসদন এ উদ্বোধনী ছবি দেখানো হবে সত্যজিৎ রায় ১৯৭০ সালের এর ছবি ” অরণ্যের দিনরাত্রি” মোট শো হবে ২০০টি। মোট ১৩ টা বিভাগ থাকবে। ৭১ টা দেশের ১৬৩ টা ছবি দেখানো হবে সারা কলকাতার ১০ টি প্রেক্ষাগৃহে। সেই দশ টি প্রেক্ষাগৃহ হলো নন্দন ১,২,৩ এছাড়া রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, কলকাতা ইনফরমেশন সেন্টার কনফারেন্স হল, চলচ্চিত্র শতবর্ষ ভবন, রবীন্দ্র ওকাকুরা ভবন, নজরুন তীর্থ এক ও দুই। এই উৎসবের ডিরেক্টার ও তথ‍্য সংস্কৃতি সচিব শান্তনু বসু জানালেন আগামী ১লা মে রবিবার দুপুর ৩ টের সময় রবীন্দ্র সদনে সত্যজিৎ রায় এর জন্ম শত বর্ষে সত্যজিৎ রায় এর ছবিতে অভিনীত ২৭ জনকে সংবর্ধনা জানাবে রাজ্য সরকার। এর মধ্যে উপস্থিত থাকবেন মমতা শঙ্কর, কুশল চক্রবর্তী, দীপঙ্কর দে, হীরক সেন, বরুণ চন্দ্র, রঞ্জিত মল্লিক,লিলি চক্রবর্তী সহ আরো অনেকে।
পরিচালক অরিন্দম শীল সাংবাদিক সম্মেলনে জানালেন রয়েল বেঙ্গল টাইগার আওয়ার্ড, বিভিন্ন ছবির প্রতিযোগিতা, সেমিনার, আড্ডা, আলোচনা, তর্ক বিতর্ক, ফেস টু ফেস এবং মিট দা প্রেস সব অনুষ্ঠান হবে নিয়ম মেনে। নন্দনের ডিরেক্টার মিত্র চট্টোপাধ্যায় জানালেন এইবার সত্যজিৎ রায় স্বারক বক্তৃতা দেবেন পরিচালক সুজিত সরকার ২৬ এ এপ্রিল মঙ্গলবার। এই অনুষ্ঠান টি হবে শিশির মঞ্চে ৪ টের সময়।এই অনুষ্ঠান বহু শিল্পীরা উপস্থিত থাকবেন। দেখানো হবে দেশ ও বিদেশের বিভিন্ন ছোট বড় ছবি, ডকুমেন্টারি ছবি, সত্যজিৎ রায় লাইফ টাইম অচিভমেন্ট এওয়ার্ড প্রদান অনুষ্ঠান। পরিচালক সুদেষ্ণা রায় জানালেন এবারের উৎসবে লতা মঙ্গেশকর, বাপী লাহিড়ী, সন্ধ্যা মুখোপাধ্যায়, চিদানন্দ দাসগুপ্ত , স্বতীলেখা সেনগুপ্ত, অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় এই সব প্রয়াত শিল্পীদের সম্মানে নানা ছবি ও ট্রিবিউট দেখানো হবে।অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় জানালেন এবারের থিম কান্ট্রি থাকছে ” ফিনল্যান্ড “।দেখানো হবে সেখানকার ৬ টি ছবি। পরিচালক হরনাথ চক্রবর্তী জানালেন এবারে মোট নতুন পুরোনো মিলিয়ে এই প্রথম ৬২ টা বাংলা ছবি দেখানো হবে। থাকছে উত্তরা, গৃহযুদ্ধ সহ বেশকিছু পুরোনো ছবি, দেখানো হবে বার্ত্য বসুর ডিকশনারি, নিরুপম দত্ত র ছবি মহারাজা, সুমন ঘোষ এর সার্চিং, সায়ন্তন মুখোপাধ্যায় এর ছবি ঝরা পালক ,শৈবাল মিত্র র হলি কন্সপিরেসি, গৌতম ঘোষ এর সময়ের স্মৃতিমালা সহ বেশকিছু নতুন ছবি। হোমেজ বিভাগে থাকছে একটা করে ছবি। যেহেতু এই বছর প্রয়াত হয়েছেন চিত্র পরিচালক বুদ্ধদেব দাসগুপ্ত, অভিনেতা দিলীপ কুমার ও ফরাসী অভিনেতা জা পল বেলমন্দ , জা ক্লাউড কেরিয়ার, স্বাতীলেখা সেন গুপ্ত ও সুমিত্রা ভাবে। এনাদের সকলের ছবি দেখানো হবে। স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে দেখেনো হবে পীযুষ বসুর সুভাষ চন্দ্র, শ্যাম বেনেগাল এর দা ফরগেটেন হিরো ও সুজিত সরকারের উদম। যারা এই দু বছরে আমাদের ছেড়ে চলে গেছেন তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে গগণেন্দ্র চিত্র প্রদর্শনী শালায় থাকছে চিত্র প্রদর্শনী ও স্পেশাল ট্রিবিউট। দেখানো হবে তাদের সিনেমা। শিশির মঞ্চে প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে এক বিশেষ তথ্যচিত্র দেখানো হবে। এই ছবিটি র পরিচালক প্রয়াত শিল্পীর কন্যা পৌলমী বসু। উৎসবের দিনগুলোতে প্রকাশিত হবে সিনেমার উৎসব বুলেটিন । অভিনেত্রী জুন মালিয়া জানালেন রূপকলা কেন্দ্রের সহযোগিতায় ২৭ থেকে ৩০ এ এপ্রিল হবে বাংলা একাডেমিতে বিভিন্ন সেমিনার। আবার এই চারদিন এক তারা মঞ্চে হবে সিনে আড্ডা।এবার দেখানো হবে বেশকিছু মুক্তি না পাওয়া নতুন বাংলা ছবি। বহু নামি অনামি বাংলার পরিচালক এবারের উৎসবে সামিল হবে তাদের ছবি নিয়ে। দেখনো হবে সাঁওতালি ভাষায় কিছু ছবি,দেশ বিদেশের ছোটোদের সিনেমা। থাকবে সেরা ছবি, সেরা পরিচালক, সেরা ছোটো ছবি, সেরা ছোটো ছবির পরিচালক, সেরা ডকুমেন্টারি ছবি র পুরস্কার। দেওয়া হবে সারা বিশ্বের সব থেকে বেশি আর্থিক পুরস্কার ও গোল্ডের টাইগার আওয়ার্ড। নন্দন-রবীন্দ্রসদন-শিশির মঞ্চ চত্বর আলো আর বিদেশি অর্কিডের শোভায় শুসজ্জিত হয়ে উঠবে। রঙচঙে মোরা থাকবে উৎসবের কটা দিন। উৎসবের এই সাতদিন খাওয়া, আড্ডা আর দেশ বিদেশের বিভিন্ন সিনেমা দেখা বাঙালীর আর কি চাই।আমরা সবসময় বলি বা মনে করি কলকাতা সংস্কৃতির শহর, উৎসবের শহর। এখানেই হয় শুধুমাত্র নৃত্য উৎসব, গান মেলা, নাট্য মেলা, শিশু কিশোর উৎসব, বইমেলা সহ নানা অনুষ্ঠান। তাই আর কয়েকটি দিনের অপেক্ষা। এই শহরের সিনেমা প্রেমী দর্শকরা 27 তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সামিল হবে আট থেকে আশির দল এই আশা করাই যায়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মন্ত্রী বিরুবা হাসদা , পরিচালক গৌতম ঘোষ, প্রেমেন্দু বিকাশ চাকি, নিরাজনা ভট্টাচার্য, সুব্রত হালদার সহ আরো অনেকে।

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights