নদীয়ায় কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে মৃত এক


গোপাল বিশ্বাস, নদীয়া:-করিমপুরে প্রবল ঝড় বৃষ্টিতে গাছ উপড়ে গিয়ে মৃত্যু হলো এক বৃদ্ধের। এই ঘটনায় এলাকায় ছড়ায় তীব্র চাঞ্চল্য। একদিকে যখন শহর কলকাতা সংলগ্ন এলাকার মানুষজন গরমে হাঁসফাঁস করছে এবং সেই জ্বালা সহ্য করছে অপরদিকে নদীয়ার করিমপুরে গতকাল শুক্রবার বিকেলে ভয়াবহ ঝড় বৃষ্টিতে বাড়ির টিনের চালের ওপর গাছ পড়ে মৃত্যু হলো এক বৃদ্ধের। ঝড়ের তান্ডবে এলাকার একাধিক বিদ্যুতের খুঁটি মাটিতে পড়ে গিয়েছে। মাত্র ৪৫ মিনিটের ঝড়ের দাপটে লন্ডভন্ড হয়ে গিয়েছে গোটা এলাকা। জানা যায়, ৬৫ বছর বয়সী ওই মৃতের নাম কৃষ্ণ চন্দ্র হালদার বাড়ি করিমপুর ১ নম্বর ব্লকের কুলখালি বারুইপুরে। মৃতের ছোটভাই জানায়, ঝড়ের তাণ্ডবে বহুদিনের একটি পুরনো গাছ ভেঙে উল্টে পড়ে। সেই গাছের একটি বড় ডাল টিনের ছাদ ভেদ করে দাদার মাথায় পড়ে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এরপর পরিবারের লোকজন খবর দেয় করিমপুর থানায়। করিমপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে দেহটিকে সেখান থেকে উদ্ধার করে করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। শনিবার সকালে করিমপুর থানার পুলিশ দেহটিকে হাসপাতাল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালে।

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights