নদীয়ায় জোর করে বসত বাড়ি,থেকে উচ্ছেদ করার চেষ্টা দুষ্কৃতিদের বিরুদ্ধে। বাধা দিতেগেলে পুলিশের সামনেই মহিলাকে বাঁশ দিয়ে মারার অভিযোগ


গোপাল বিশ্বাস, নদীয়া : নদীয়ার ফুলি়য়ার বেলঘরিয়া অঞ্চলে একটি বসত বাড়ির জমি দ়খলকে কেন্দ্র করে উত্তেজনা ছরায় এলাকায় । বাধা দিতে গেলে ঐ জমিতে বসবাসকারি মহিলাকে পুলি়শের সামনেই বাঁশ দিয়ে মারে এলাকার কয়েকজন দুষ্কৃতি । জানা যায় ঐ মহিলা প্রায় ৪২ বছর ধরে ঐ এলাকার একটি সরকারি জমিতে বসবাস করতেন । পরে ২০১৮ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত সরকারি জায়গায় বসবাস কারিদের নিয়ম মেনে পাট্টা দেবার কথা জানালে ঐ মহিলা সেই জায়গার পাট্টা পান । তারপর বেশ কয়েকবছর যাবৎ ঐ জমিতে ঘর করে বসবাস করার পর এখন ঐ এলাকারই কিছু দুষ্কৃতি দাবি করেন যে জমিটি তাদের এবং ঐ জমি থেকে মহিলাকে উঠে যেতে হবে । তারপরই চরাও হয় ঐ মহিলার উপর । মহিলাকে ঘর থেকে বের করে তালা দিয়ে দেওয়া হয় ওনার ঘরে । বাঁশ পেটা করা হয় পুলিশের সামনে । পুলিশ ছিল দর্শকের ভুমিকায় । পরে পুলিশ সুপারকে জানালে তিনি ১০ দিনের মধ্যে স্থানীয় ফুলিয়া ফারিকে রিপোর্ট দিতে বলেন ।

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights