ভারতী ইনস্টিটিউট অফ পাবলিক পলিসি নিয়ে এলো “ইন্ডিয়া ডাটা পোর্টাল”


ইন্দ্রজিৎ আইচঃ সাংবাদিকতা করা বা যে কোনো তথ‍্য সংগ্রহ করতে আমাদের আর কোনো সমস্যায় পড়তে হবে না। ভারতী ইনস্টিটিউট অফ পাবলিক পিলিসি নিয়ে এলো ইন্ডিয়া ডাটা পোর্টাল। কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে ডাটা জারনালিজম ও মিডিয়া ওয়ার্কশপ নিয়ে বিস্তারিত ভাবে জানালেন অমৃতা চক্রবর্তী ও আনশি রাজখোওয়া। তারা এক প্রশ্নের জবাবে জানালেন এই ইন্ডিয়া ডাটা পোর্টালে পাবেন তিনটি জিনিস। সার্চ, ভিসুয়ালাইস, ডাউনলোড ডাটা। আপনারা যে কেউ যে কোন সময় ইন্ডিয়া ডাটা পোর্টালের সাইডে গিয়ে সার্চ করলেই সব ধরণের খবর পাবেন, সঠিক তথ‍্য জানতে পারবেন। স্বাস্থ্য, কৃষি, ব্যাংক, পোস্ট অফিস, স্কুল, জিএসটি , কোভিড 19 ভ্যাকসিন সহ অনেক খবর জানা যাবে। এই কাজে যেমন লেখাপড়ার ক্ষেত্রে ছাত্র ছাত্রীরা উপকৃত হবে তেমন সংবাদ মাধ্যমে যারা কাজ করেন তাদের ও সুবিধা হবে। কেন্দ্রীয় সরকারের 32 টা মন্ত্রণালয়ের যাবতীয় ত‍থ‍্য এখানে পাওয়া যাবে। কোন রাজ্যে কোন জেলায় কত স্কুল, কটা সরকারি অফিস,
চা বাগানে কত জন মহিলা কর্মী আছেন, কোন রাজ্যে কত ব্যাংক কত শাখা সব বিস্তারিত ভাবে পাওয়া যাবে
ইন্ডিয়া ডাটা পোর্টালে।

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights