কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে প্রথম আন্তর্জাতিক বহুভাষিক সাহিত্য উৎসব ও কবিতা বইমেলা


ইন্দ্রজিৎ আইচঃ কলকাতার সল্টলেক ই জেড সি সি তে আগামী ১১ ও ১২ ই জুন শনিবার ও রবিবার কলকাতা পয়েট্রি কনফলুএন্স এর আয়োজনে অনুষ্টিত হতে চলেছে কলকাতায় প্রথম আন্তর্জাতিক বহুভাষিক সাহিত্য উৎসব ও কবিতা বইমেলা। আজ কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে সংস্থার আহবাহক বিশ্বদীপ চক্রবর্তী জানালেন এই দুদিনের সাহিত্য ও কবিতা উৎসবে ১৬ টি ভাষায় কবিতা পড়বেন বহু কবি। থাকবে কবিতা নিয়ে সেমিনার, আলোচনা, নাটক, গান, সিনেমা, কবিতার বইমেলা, কবিতার বই প্রকাশ এবং অনুবাদ কবিতার চর্চা ও কবিতা প্রতিযোগিতা। এই উৎসবের পরিচালক অধ্যাপক চৈতি মিত্র জানালেন এই উৎসব মানেই কবিতা উৎযাপন। কবিতাকে আরো জনপ্রিয় করে তুলতে আমাদের এই উদ্যোগ। ভাষা সংসদের কর্ণধার কবি ও অনুবাদক বিতস্তা ঘোষাল জানালেন এনটনি ম্যাগাজিন ও ভাষা সংসদ এক সাথে এই অনুষ্ঠান টি করছে। আজ এই প্রেস ক্লাবে দুদিনের কবিতা সাহিত্য উৎসবের রেপ্লিকা উদ্বোধন করেন বিখ্যাত কবি শ্রীজাত, গায়ক অনিন্দ্য চট্টোপাধ্যায়, চিত্র পরিচালক সুদেষ্ণা রায় ও অভিনেতা অভিজিৎ গুহ প্রমুখ ব্যক্তিবর্গ। সকলেই এই উদ্যোগকে সাধুবাদ জানান ও এই উৎসবে সকল কবিতা প্রেমীদের আসার আহবান জানায়।

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights