থ‍্যালাসমিয়া মুক্ত পৃথিবীর ডাক দিলো রোটারী ক্লাব


ইন্দ্রজিৎ আইচঃ আগামী 8 ই মে 2022 রবিবার থ্যালাসেমিয়া দিবস। এই দিনটিকে মাথায় রেখে এক বিশেষ কর্মসূচি নিয়েছে রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট 3291। আজ মঙ্গলবার ঈদ ও অক্ষয় তৃতীয়ার দিন কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে রোটারিয়ান ডাক্তার রামেন্দু হোম চৌধুরী জানালেন আগামী 8 ই মে 2022 রবিবার সকাল 7 টায় আমরা রোটারিয়ান, ডাক্তার, উকিল থেকে সমাজের সর্ব স্তরের মানুষ হাজরা মোড় থেকে পদযাত্রায় অংশ নেবো। এই পদযাত্রা শেষ হবে এক্সসাইডের মোড়ে রোটারি সদনে। ডাক্তার রামেন্দু হোম চৌধুরী আরো জানালেন ভারতে প্রতি বছর 15 হাজার বাচ্চা থ‍্যালাসেমিয়ায় আক্রান্ত হচ্ছে। এদের প্রতিবছর 20 লক্ষ মিলিয়ন রক্ত দরকার পড়ে প্রতি বছর। যদি কোনো কারণে রক্ত না পায় এদের আয়ু মাত্র 5 বছর। তারপর এরা মারা যায়। প্রতিমাসে ঠিক মতন যদি রক্ত দেওয়া হয় তাহলে এই রোগীরা 50 থেকে 60 বছর বাঁচেন। সাথে ওষুধ আবশ্যক। রোটারি ক্লাবের গভরনর প্রবীর চ্যাটার্জী জানালেন এই রোগে যে কেরিয়ার হয় তার 12-র ওপর হেমোগ্লোবিন থাকতে হবে। একজন যদি কেরিয়ার হয় তাহলে ভয়ের কিছু নেই। যদি ছেলে মেয়ে দুজনেই কেরিয়ার হয় তাহলে তাদের বিয়ে করা উচিত নয়। আর যদি বিয়ের পর ধরা পড়ে এই রোগ তাহলে সেই মহিলা যদি গর্ভবতী হন তাহলে বাচ্চার পরীক্ষা করা উচিত। মায়ের রক্তে শিশুর ডি এন এ টেস্ট করলে বোঝা যাবে শিশু এই রোগে আক্রান্ত কিনা। আমরা চাই থ‍্যালাসেমিয়া মুক্ত পৃথিবী গড়তে। রোটারির সেটাই মূল উদ্দেশ্য। এই সাংবাদিক সম্মেলনে রোটারিয়ান অনিরুদ্ধ রায়চৌধুরী জানালেন পশ্চিমবঙ্গের মন্ত্রী ও মেয়র ববি ফিরহাদ হাকিম আমাদের খুব সহযোগিতা করেছেন। উনি এই 8 ই মে রবিবার 30টা বাস দিচ্ছেন । এই বাস গুলোর গায়ে থ‍্যালাসেমিয়া মুক্ত পৃথিবীর ব্যানার থাকবে। এই বাস গুলো সারা শহর ঘুরবে এবং প্রচার চালাবে। আর সারা শহর জুড়ে থাকবে 25টা হোডিং। মানুষকে বিয়ের আগে রক্ত পরীক্ষা করার আবেদন জানানো হবে। জন সচেতনতা মূলক পদক্ষেপ নেওয়ার জন্য এই  পদযাত্রার মূল উদ্দেশ্য। রাজ্য সভার সংসদ জহর সরকার এই রোগ নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব দিয়েছেন আরো বেশি করে এই রোগ নিয়ে প্রচার করার জন্য।

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights