সোদপুরে উদ্বোধন হলো জয়েন্ট এন্ড ব্রেন কেয়ার হসপিটালের


ইন্দ্রজিৎ আইচঃ আজ সোদপুর গোদ্রেজ প্রকৃতি, এভারেস্ট টাওয়ারের কাছে উদ্বোধন হলো ১৫০ বেডের সম্পূর্ণ অত্যাধুনিক “জয়েন্ট এন্ড ব্রেন কেয়ার হসপিটালের (JBCH) । ৫৫ হাজার স্কোয়ার ফুটের এই হসপিটাল প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন হেল্থ এন্ড ফ্যামিলি ওয়েল ফেয়ার এর মন্ত্রী শশী পাঁজা।সাংসদ সৌগত রায়, পানিহাটি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান মলয় রায়, খরদা থানার আই সি রাজকুমার সরকার, স্থানীয় পৌরপিতা তীর্থঙ্কর ঘোষ, বিধায়ক নির্মল ঘোষ, হসপিটাল এর ডিরেক্টার প্রসেনজিৎ দত্ত ও এই হসপিটালের মূল কর্ণধার
ডাক্তার জয়দীপ ব্যানার্জী চৌধুরী। সকল অতিথিরা বর্তমানে এই হসপিটাল এর সার্বিক সাফল্য কামনা করেন এবং কলকাতায় ভালো চিকিৎসা হয়, রোগীদের আর চেন্নাই যেতে হয় না বলে দাবী করেন। এক সাংবাদিক সম্মেলনে (JBCH) এই হসপিটালের ডিরেক্টার ডাক্তার জয়দীপ ব্যানার্জী চৌধুরী জানালেন আমাদের এই নামে সল্টলেকে একটা হসপিটাল আছে অর্থোপেডিকের। সেটা চার বছর আগে চালু হয়েছিলো।এখনো পর্যন্ত সেই হসপিটালে কুড়ি হাজার রোগীর চিকিৎসা হয়েছে। আমার অনেক দিনের স্বপ্ন ছিলো এই হসপিটালটা করার। সোদপুরে ভালো হসপিটালের অভাব আছে। তাই ভালো চিকিৎসা পরিষেবা পাবে সমাজের যে কোনো মানুষ। সরকারের স্বাস্থ্য সাথী কার্ড থেকে যে কোনো ইন্সুরেন্সে এইখানে চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে। মূলত এই হসপিটালে পাঁচটি পরিসেবা পাওয়া যাবে। গ্যাসট্রেন্টলজি, অর্থোপেডিক, নিউরোলজি, নেফ্রোলজি এবং ব্রেন কেয়ার এই পাঁচটি রোগের বিশেষ ভাবে চিকিৎসার ব্যবস্থা থাকবে। এক ছাতার তলায় বিভিন্ন ডাক্তার, সব ধরণের উন্নতমানের পরীক্ষা ও অপারেশন সব হবে সুলভ মূল্যে। নতুন এই হসপিটালে এম্বুলেন্স থেকে চব্বিশ ঘন্টা ডাক্তার সব পরিসেবা পাওয়া যাবে। এক কথায় গোদরেজ প্রকৃতির আবাসিকরা যেমন এর সুফল পাবেন তেমন সোদপুর, বেলঘড়িয়া , পানিহাটি, কামারহাটি থেকে খরদা, টিটাগর, ব্যারাকপুরের মানুষের বিপদের বন্ধু হতে পারবে এই হসপিটাল।

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights