ADVERTISEMENT
করিমপুর থেকে বিশ্বজিৎ রায়ের রিপোর্টঃ নদিয়ার করিমপুরে লালন ফকির বাউল উৎসব কমিটির পক্ষ থেকে 16 মে সোমবার শুরু হল একটি বাউল উৎসব এই উৎসবটি চলবে 11 দিন পর্যন্ত । এদিন উপস্থিত ছিলেন করিমপুর থানার আইসি পিন্টু সরকার, সিয়াই ওমর ফারুক, সমাজসেবী তরুণ সাহা, অরুণ বিশ্বাস এছাড়াও জেলা পরিষদ সদস্য সিমা দাস ঘোষ সহ আরো অনেকে।