In memory of Dr. Dibya Sundar Das


নিজস্ব প্রতিবেদনঃ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যোগ বিশারদ এবং ওয়ার্ল্ড গোগ সোসাইটির প্রতিষ্ঠাতা স্বর্গীয় ডা. দিব্যসুন্দর দাসের ২য় বর্ষ প্রয়াণ দিবসে ১৩ই মে, ২০২২, তাঁর নিজগৃহে (এ-১১৯ সার্ভেপার্ক, কোলকাতা-৭৫) ভারত নির্মাণ সম্মানপ্রাপ্ত আন্তর্জাতিক যোগ সংস্থা ‘ওয়ার্ল্ড যোগ সোসাইটি’র পরিচালনায় তাঁর স্মৃতির উদ্দেশ্যে একটি স্মরণসভার আয়োজন করা হয়। ঐদিন সকাল ১০টায় স্বর্গয়ি শ্রী শিবসুন্দ দাস, ডা. প্রেমসুন্দর দাস ও ডা. দিব্যসুন্দর দাসের আত্মার শান্তি কামনায় ১ মিনিট নিরবতা পালনের মাধ্যমে স্মরণসভার সূচনা হয়। যেখানে অংশ নেন ভারত সেবাশ্রম সংঘের মহারাজ স্বামী বিশ্বাআত্মনন্দজী মহারাজ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন দূরদর্শনখ্যাত বক্তা শ্রী অমিত রায় মহাশয়। প্রধান অতিথি হিসাবে ভারত সেবাশ্রম সংঘের সম্পাদক স্বামী বিশ্বাআত্মানন্দজী মহারাজ। সর্বপ্রথম ডা. দিব্যসুন্দর দাসের ছবিতে মাল্যদান করেন এবং তাঁর আম্বর শান্তিকামনায় মন্ত্রপাঠসহ মূল্যবান কিছু কথা বলেন। এরপর হাওড়া জেলার শ্রী অলোক জানার গ্রুপ একটি যোগনৃত্য প্রদর্শন করে।

Self-report: Internationally renowned yoga expert and founder of the World Gog Society, Heavenly Dr. On the occasion of Divyasundar Das’s 2nd year of death, on May 13, 2022, a memorial service was organized in his memory at his home (A-119 Surveypark, Kolkata-75) under the aegis of the World Yoga Society, an international yoga organization that has been awarded the India Construction Honour. At 10 a.m. on that day, Swarayai Shri Shivsund Das, Dr. Premsundar Das and Dr. The memorial began with a minute’s silence to wish peace to the soul of Divyasundar Das. In which Swami Vishwaatmandji Maharaj, maharaja of Bharat Sevashram Sangha, participated. The entire programme was conducted by Doordarshan speaker Shri Amit Roy Sir. Swami Vishwaatmandaji Maharaj, editor of Bharat Sevashram Sangha, is the chief guest. First of all, Dr. Divyasundar das’s film garlands and says something valuable, including the recitation of mantras, in his ambar peace wish. Then the group of Shri Alok Jana of Howrah district performed a yoga dance.

আমরনম্যানস হেল্থ হোমের কর্ণধার তথা শ্রী নিলমণী দাসের সুযোগ্যপুত্র শ্রী স্বপন দাস, যোগ বিশেষজ্ঞ শ্রী অসিত আইচ, শ্রী জয়ন্ত হোড় মহাশয়রা মাল্যদানের মাধ্যমে তাঁদের মূল্যবাণ বক্তব্য তুলে ধরেন। মহিলা যোগব্যায়াম কেন্দ্রের কর্ণধার শ্রীমতি কুশলা দাস সহ যোগপ্যশিক্ষকগণ, ডা. পি. এস. দাস সেন্টার এবং ঘোষেস কলেজ অব্ ফিজিক্যাল এডুকেশনের যোগ প্রশিক্ষকগণ উপস্থিত থেকে মাল্যদানসহ কিছু কথা সকলের সামনে তুলে ধরেন। ওয়ার্ল্ড যোগ সোসাইটির সমস্ত এফিলিয়েটেড শাখা ও বিভিন্ন জেলার যোগ বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। হাওড়া জেলার অমল কাঁড়ার, অলোক জানা, অরুণ দাস, চন্দ্রনাথ রাম, বিশ্বরঞ্জন দে, তানিয়া নাগ, রাঁচী থেকে ইন্দজিৎ চক্রবর্তী, নদিয়ার পিনাকী ধর মন্ডল, মালদার ডঃ তনু হালদার, উ: ২৪ প: শেকর রঞ্জন সেন, বর্ধমানের প্রদ্যুৎ সিংহ রায়, উত্তরবঙ্গের রমেন্দ্র দে প্রমুখ যোগ বিশেষজ্ঞরা উপস্থিত থেকে ড. দিব্যসুন্দর দাসের ছবিতে মাল্যদান করেন এবং তাঁদের মূল্যবান বক্তব্য তুলে ধরেন। যোগাসন প্রদর্শন এবং যোগ নৃত্যের দ্বারা ডা. দাসের স্মৃতিতে সম্মান জানানো হয়। ওয়ার্ল্ড যোগ সোসাইটির সকল শাখা (সল্টলেক, গোলপার্ক, সার্ভেপার্ক, হাওড়া, দমদম,বেহালা) -এর সকল যোগশিক্ষক শিক্ষিকা এবং সোসাইটির সকল এক্জিকিউটিভদের প্রচেষ্টায় এই অনুষ্ঠানটি দুপুর ২-৩০ পর্যন্ত সাফল্যের সঙ্গে পরিসমাপ্তিতে র্পৌছায়।

Shri Swapan Das, The Hon’ble Son of Shri Nilmani Das, Hon’ble Man’s Health Home, Mr. Asit Aich, Yoga Expert, Shri Jayant Hor, Mr. Malashai, made their valiant statements through The Malayadaan. Along with Smt. Kushala Das, In-charge of The Women’s Yoga Centre, Yogap, Dr. P. S.. The yoga instructors of Das Centre and Ghoshes College of Physical Education were present and presented some of the points, including malyadan, in front of everyone. All affiliated branches of the World Yoga Society and yoga experts from different districts were present. Yoga experts such as Amol Karar, Alok Jana, Arun Das, Chandranath Ram, Biswaranjan Dey, Tania Nag, Indjit Chakraborty from Ranchi, Pinaki Dhar Mandal of Nadia, Dr Tanu Haldar of Malda, W. 24 P. Shekar Ranjan Sen, Pradyut Singha Roy of Burdwan, Ramendra Dey of Uttar Pradesh, etc., among others, garlanded the photo of Dr. Divyasunder Das and gave their valuable statements. By displaying yoga asanas and yoga dances, Dr. The memory of the slave is honoured.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights