পরিচালক প্রদীপ পালের পর পর তিনটি ছবির পোষ্টার লঞ্চ হয়ে গেল


একটা রোমাঞ্চকর ঘটনা ঘটতে চলেছে এই অতিমারির রেশ কাটতে না কাটতেই পর পর তিনটি বড় পর্দার ছবি নিয়ে হাজির হতে চলেছে পরিচালক প্রদীপ পাল ও প্রযোজক দীপঙ্কর মণ্ডল। তারই পোষ্টার লঞ্চ অনুষ্ঠান হয়ে গেল গত ২৭ তারিখ কলকাতর লেক কালি বাড়ি কাছেই একটি বারে। উপস্থিত ছিলেন গল্পকার, পরিচালক, প্রযোজক, নায়িকা ও অন্যান্যরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে যা বললেন সেটা শুনে নেব উপরি দেওয়া ভিডিও থেকে। তবে তার সঙ্গে একটু বিস্তারিতয় যায়য়া যাক সিনেমা নিয়ে-

একেবারেই প্রেমের গল্প তোমার ও বিরহে – রোহন ও অন্বেষার প্রেম নিয়ে গল্পের শুরু। রোহন গরীব ঘরের ছেলে। দুজনের বন্ধুত্ব খুবই, একে ওপরকে সাহায্য করে দু’জনেই। কিন্তু গল্পের মোড় ঘুরে যায় যখন চাকরী পেয়ে রোহন অনেক দূরে চলে যায় অন্বেষার। সাকীর এসে যায় অন্বেষার হারানো প্রেমের মাঝখানে সান্ত্বনা দায়ক হিসেবে কিন্তু সেখানেও গড়ে ওঠে প্রেম-ভালোবাস। আস্তে আস্তে বিয়ের পিঁড়িতে যাবার সময় অন্বেষা জানতে পারে রোহন ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে। ছুটে চলে যায় বিয়ের সাজেই হাসপাতালে। সেখানে গিয়ে দেখে রোহনকে সেবা-সুশ্রুষা করা নার্সটিও রোহনের দুঃখে কাঁদছে। কারণ সেও সেবা করতে গিয়ে রোহনের প্রেমে পড়ে গিয়েছিল কখন অজান্তেই। গল্পের শেষ টানলেন পরিচালক।

ছোটদের মন ভোলানো গল্প নীল ও দৈত্য-তে গল্পকার দেখাতে চেয়েছেন- চুর্ণী নদির ধারের একটি গ্রাম সোনাইপুর। মাছধরে যাদের জীবিকা নির্বাহ করতে হয় সেই গ্রামের বহু মানুষ জলদস্যুর হানায় নিখোঁজ হয়ে যেতে থাকে। এই রকমই একটি পরিবারের মা ও ছেলে পদ্মা ও নীল। এছাড়াও মাছের মহাজন রঘুনাথ সর্দ্দার ও মহিতোষ ভট্টাচার্য গ্রামকে শোষণ করে। জলদস্যু ও মহাজন এদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য গ্রামের মাষ্টারমশাই প্রতিবাদ করে কিন্তু তাদের লোকবলের সঙ্গে পেরে ওঠে না। নীল একদিন পদ্মায় মাছ ধরতে এক অদ্ভুত ধরণের পাথর পায় যা থেকে দৈত্য বেরিয়ে আসে। সেই দৈত্য গ্রামকে অত্যাচারের হাত থেকে বাঁচায়। যখন সব ঠিক-ঠাক হয়ে যায় তখন দৈত্য চলে যায় কিন্তু সে গিয়েও থেকে যায় নীলের বন্ধু হয়ে।

এবার আসব The black night ভৌতিক গল্পে- খুন,রাহাজানি,বদলা-বদলির গল্প নিয়ে তৈরী।

A thrilling event is going to happen without cutting the chain of this pandemic, director Pradeep Pal and producer Dipankar Mondal are going to come up with three big screen films in a row. His poster launch ceremony took place on the 27th of this month at a bar near The Kalkater Lake Kali House. Present were the storytellers, directors, producers, heroines and others. I will listen to what he said in front of the journalists from the above video. But let’s go into some detail with him about the film –

Absolutely the love story is about you and Birhe – the story begins with the love of Rohan and Anwesha. Rohan is a boy from a poor house. The two are very friendly, they both help each other. But the twist in the story turns when Rohan goes a long way after getting a job. Saki comes as a comforter in the middle of the lost love of the search, but there also the love of love is developed. While slowly going to the wedding ring, Anwesha came to know that Rohan had died of cancer. He rushed to the hospital for the wedding. He went there and saw that the nurse who had served Rohan was also crying in rohan’s grief. Because she too fell in love with Rohan while serving, sometimes unknowingly. The director ends the story.

The storyteller wants to show the story of the children in blue and giant – Sonaipur, a village on the banks of the Churni river. Many people in the village who have to make a living by fishing are going missing due to pirate attacks. The mother and son of one such family are Padma and Neil. Also, fish moneylenders Raghunath Sarddar and Mahitosh Bhattacharya exploited the village. Pirates and moneylenders protest in the village to escape from them, but they do not get along with their manpower. Neil one day gets a strange kind of stone to fish in the Padma from which the monster comes out. That monster saves the village from torture. When all goes well, the monster goes away, but he goes and remains blue’s friend.

Now, the black night is made up of the horror story – the story of murder, rahjani, badla-badla.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights