প্রধানমন্ত্রীর মন কি বাত শুনতে দিলীপ ঘোষ উপস্থিত হলেন রানাঘাট দক্ষিণ বিজেপি সভাপতি পার্থ সারথি চ্যাটার্জির বাড়িতে


নদীয়া:- নদীয়া রানাঘাট উত্তর-পশ্চিম কেন্দ্রের বিজেপির বিধায়ক তথা রানাঘাট দক্ষিণ বিজেপি সভাপতি পার্থসারথি চ্যাটার্জির বাড়িতে দলীয় কর্মী সমর্থক নেতৃত্বদের নিয়ে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান টিভিতে শুনছিলেন । এমন সময় অতর্কিত ভাবেই উপস্থিত প্রাক্তন বিজেপি রাজ‍্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি ও অন্যান্য কর্মী-সমর্থকদের সঙ্গে মন কি বাত শোনার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। শুভেন্দু কে উদ্দেশ্য করে মেদিনীপুরের মাটি সিবিআই এবং ইডির কাছে জমা রেখেছে প্রসঙ্গে, দীলিপবাবু জানান মেদিনীপুরের মাটি মমতা বন্দ্যোপাধ্যায় কে হারিয়েছিলো, এখানকার মানুষ কাটমানি দুর্নীতি স্বজনপোষণ করা নেতাদের রেহাই দেয় না। পানিহাটিতে পুলিশের সামনেই দুষ্কৃতীদের বোমাবাজি প্রসঙ্গে তিনি বলেন দুষ্কৃতী এবং পুলিশ বর্তমানে আলাদা কিছু নয়। ধর্ষিতা মহিলা থানায় গিয়ে বিচারের অপেক্ষায় থাকে ঘন্টার পর ঘন্টা, পুলিশ ব্যস্ত থাকে তৃণমূল নেতৃত্বদের সাথে নিয়ে ভাগবাটোয়ারায়। আগে দুষ্কৃতীদের হাত থেকে বাঁচতে পুলিশের কাছে যেত সাধারণ মানুষ আর এখন তাদের কাছেই সবচেয়ে বেশি আক্রান্ত এবং মিথ্যা মামলায় জড়িয়ে যেতে হয়। গত পঞ্চায়েত ভোটে, পুলিশ দুষ্কৃতী এবং তৃণমূল নেতৃত্ব একসঙ্গে ভোট করেছে। এসএসসি দুর্নীতি নিয়ে যাদবপুরে প্রতিবাদী বিজেপি নেতৃত্ব দের সুয়োমোটো কেস দেওয়া হয়েছে, এর জবাবে দীলিপবাবু জানান তৃণমূলের রাজত্বে অন্যায় চলবে বিরোধিতা করলেই মিথ্যা মামলা। তিনি বলেন বকখালি তে বন্যায় প্রতিবছর বাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত হন গোটা গ্রাম বাসি তারা প্রতিবাদ করার কারণেই দেড়শ জনকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। চ্যান্সেলর পদ থেকে রাজ্যপালকে সরানো প্রসঙ্গে তার অভিমত, দেশের একতা পার্লামেন্ট আইন আদালত এমনকি সংবিধান কোন কিছুই মানে না তৃণমূল। তাদের একটাই উদ্দেশ্য ক্ষমতাকে কুক্ষিগত করে দুর্নীতির আখড়া গড়ে তোলা, যাতে কর্মী-সমর্থকরা করে খেতে পারে।

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights